আস্সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা। বন্ধুরা আজ আমরা জানবো নিজেদের কোন ভুল গুলো বা কোন অভ্যাস গুলোর কারণে আমরা অসফল।
বন্ধুরা আমরা সবসময়ই জানার চেষ্টা করি কি করলে আমরা সফল হবো। কিন্তু আমরা খুব কমই জানার চেষ্টা করি কিন্তু করি বলে আমরা অসফল আজ আমরা এই বিষয়ে জানবো। বন্ধুরা পোস্ট টি মনোযোগ দিয়ে পড়ুন।
১: কিছু মানুষ এটাই মনে করে বেশি টাকা ভালো নয় একটু ভাবুন তো টাকা কি আসলেই ভালো নয় তাহলে কেনো আমরা টাকার জন্য দিন রাত পরিশ্রম করি। যদি একটু টাকা বেশি থাকে তবেই তো আমাদের মা,বাবা,সন্তান ভালো চিকিৎসা পাবে। সফল হতে চাইলে এই চিন্তা বাদ দিতে হবে। তবে আমি এটা বলছি না যে টাকাই সব কিছু কিন্তু টাকাই আপনাকে সফল হতে সাহায্য করবে।
২: কিছু মানুষ এমন ও আছে আমি এটা করবো আমি ওটা করবো এমন করতে করতে সময় চলে যাই কিন্তু তারা কিছুই করতে পারে না তারা কখনোই সফল হতে পারে না সফল হতে চাইলে কাজ টা করবো ভাবলেই শুরু করা উচিত যত আগে শুরু করবেন তত তাড়াতাড়ি সফল হতে পারবেন।
৩: আপন কি বেশি টিভি দেখেন তাহলে আপনাকে বলছি অবশ্যই এই অভ্যেস ত্যাগ করুন বরং এই সময় টাতে কিছু জানার চেষ্টা করুন কিছু শিখার চেষ্টা করুন আপনি যদি মনে করেন আমি সব জানি আর কি জানবো তাহলে আপনি কখনোই সফল ব্যাক্তি হতে পারবেন না আপনার প্রতিনিয়ত কিছু না কিছু জানার চেষ্টা করতে হবে।
সফল ব্যাক্তি দের সম্পর্কে জেনে দেখুন তারা কখনোই টিভি নিয়ে বসে থাকবে না যখন শুধু প্রয়োজনীয় খবর দেখার প্রয়োজন দেখবে এরপর আর দেখবে না বরং সব সময় তারা কিছু না কিছু খুজে বেড়াবে যা দিয়ে সফল হতে পারবে।
৪: যারা মাঝপথে কাজ ছেড়ে দেয় তারা জীবণে ও সফল হতে পারে না তারা যেকোনো কাজ করবে বলে শুরু ও করে দেয় কিন্তু কয়েকদিন পর অলসতা করে আগের জায়গাতেই ফিরে আসে তাহলে কিভাবেই তারা সামনে এগুবে তাদের তো পিছনে যাওয়ার অভ্যেস।
অতিরিক্ত ঘুমের পাগল হওয়া ব্যাক্তির খবর নিয়ে দেখুন কি করেছে সে এই জীবনে বন্ধুরা আমাদের দৈনিক ৫/৭ ঘন্টা ঘুমই শরীরের জন্য যথেস্ট এর বেশি ঘুমানো মানে সময় নষ্ট ছাড়া কিছুই নয়। এরা কখনো জীবনে কিছুই করতে পারে না কারণ এরা সুযোগ খুজে ঘুমানোর সফল হওয়ার নয়।
বন্ধুরা সফল হতে হলে আমাদের এই খারাপ অভ্যেস গুলো অবশ্যই ত্যাগ করতে হবে ভালো থাকুন,সুস্থ থাকুন