আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকের পোস্টে সিলেটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।
সিলেটের বর্তমান অবস্থা
চা শ্রমিকদের বিক্ষোভ:- আমাদের দেশে শ্রমিক রা ন্যায্য মূল্য বা পারিশ্রমিক পাই না সব ধরণের কর্মক্ষেত্র থেকে। সিলেটে চা শ্রমিকদের ও একই অবস্থা, বর্তমান বাজারে তাদের পারিশ্রমিক ১২০ টাকা ছিল। যেখানে দ্রব্য মূল্য থেকে শুরু করে সব ধরণের জিনিসপত্রের দাম আকাশ ছোয়া, সেখানে চা শ্রমিকদের পারিশ্রমিক অতি নগন্য। আমাদের দেশে শ্রমিক রা যুগ যুগ ধরে অবহেলিত, যা অন্য কোনো রাষ্ট্যে বা দেশে এ রকম অবহেলিত না। চা মালিকেরা চা শ্রমিকদের সাথে এ বৈষম্য সৃষ্টি করেছেন।
চা শ্রমিক রা কাজ ছেড়ে দিয়ে আন্দোলন শুরু করেন, তাদের পারিশ্রমিক বা বেতন বাড়ানোর জন্য। প্রথম ধাপের আন্দোলনে ১২০ টাকা থেকে আরো ২৫ টাকা বাড়িয়ে মোট ১৪৫ টাকা করে। এতে তারা আবার কাজে যোগ দান করেন। কিন্তু গত ২১ আগস্ট থেকে তারা আবার পুনরায় আন্দোলন শুরু করেন। দৈনিক পারিশ্রমিক বা বেতন ১৪৫ টাকা প্রত্যাখ্যান করে তারা ৩০০ টাকা মজুরি করার দাবি করেন। চা শ্রমিকদের দাবি হচ্ছে দৈনিক মজুরি ৩০০ টাকা দিতে হবে এবং এটা যাতে বাস্তবায়ন হয়।
বন্যার পরিস্থিতি:- বাংলাদেশের উচু জেলা গুলোর ভিতর একটি হলো সিলেট। এই বছরের মে – জুন এর দিকে সিলেটি প্রবল ভাবে বন্যা দেখা দেয়, যা কখনো এর আগে সিলেট বাসী দেখে নাই। বন্যায় সিলেটে অনেক ক্ষয়-ক্ষতি হয়, সেখানে অনেক মানুষের প্রাণহানি হয় এবং অনেকে আশ্রয়হীন হয়ে পরে। খাদ্য, বিশুদ্দ পানি, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে নিত্য প্রয়জনীয় সকল কিছুর সংকটে পরে সিলেট বাসী। অনেকেই অনেক কষ্টে দিন পার করেছেন, তারা বন্যার শুরুর দিকে কোনো ধরণের ত্রাণ সহায়তা পান-নি বলে দাবি করেছিলেন।
তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন, পরের দিকে আমাদের দেশের রাজনৈতিক, বিভিন্ন ধরণের সংগঠন, বিভিন্ন ধরণের ব্যাবসায়িক প্রতিষ্ঠান, শিল্পপতি, প্রবাসী এবং কিছু ব্যক্তিক বা লোকজন সাহায্যের হাত বাড়িয়েছেন এবং সবাই একত্ব হয়ে বন্যার সমস্যা কাটিয়ে উঠেছেন। এখন সিলেটের অবস্থা স্বাভাবিক আছে, মানুষ জন তাদের বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনে পীরে এসেছে।
সিলেটে বর্তমান জনসংখ্যা ও রাজনীতি:- সিলেটে জনসংখ্যা সিটি কর্পোরেশন এর হিসেবে অনুযায়ী ৪,৭৯,৮৩৭ জন। তাদের তথ্য অনুযায়ী শিক্ষার হার মোট জনসংখ্যার ৬৭.৬%। সিলেট জেলা বা সিটি কর্পোরেশন এ রয়েছে ২৭ টি ওয়ার্ড এবং ২৩৬ টি গ্রাম বা মহল্লা। সিলেটে রয়েছেন অনেক গুণী সাহিত্যিক, রাজনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ। কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম এই সিলেট জেলায়। সাবেক স্পিকার হুমায়ন রশিদ চোধরী, মাওলানা আতহার আলী, সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ অনেক গুণী রাজনীতিবিদ দের জন্ম সিলেট জেলায়।
পোস্টটি কেমন লাগলো দয়া করে কমেন্টে জানাবেন, যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যয় শেয়ার করবেন, পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। এমন সব দারুন দারুন পোস্ট পেতে Grathor এর সাথেই থাকুন এবং গ্রাথোর ফেসবুক পেইজ ও ফেসবুক গ্রুপ এ যুক্ত থাকুন, আল্লাহ হাফেজ।
Ok
অনেক ভালো লিখেছেন।
Yes
ok
Very helpful