আসসালামু আলাইকুম,
আশা করি আপনারা সবাই নিঃসন্দেহে ভালো আছেন! আজকে আপনাদের সাথে একটি ওষুদ সম্বন্ধে আলোচনা করবো।
স্যানকম ডায়েটারী ফাইবার
এটা একটা মানুষের শুসাস্থতর জন্য।
স্যানকম টি ১০০% হালাল, এটি একটি প্রাকিতিক উপাদানে তৈরি। সম্পনভাবে সুইজারল্যান্ডে প্রস্তুত।
প্রাকিতিক উপায়ে ওজন নিয়ন্ত্রণে কার্যকরী।
শিশুদের গ্রহন উপযোগী।
ও গ্লুটেন মুক্ত।
সুস্বাধু ও সহযে বহনযোগ্য।
ক্ষুধা নিবারক
পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন।
স্বল্প মাত্রার ক্যালরী (১৫ ক্যালরী)
নাস্তার বিকল্প হিসাবে ব্যাবহার করা যায়।
চলুন আমরা এ সম্বন্ধে কিছু জেনে নেই!
এই স্যানকমের উপকারীতা 👇
আমরা আমাদের শরীরের বাহিরের আংশ বা ত্বক /চামরা বিবিন্ন প্রসাধনী (যেমন : পানি, সাবান, শ্যামপু) দ্বারা পরিষ্কার করতে পারলেও শরিরের ভিতরের আংশ (যেমন :খাদ্যনালী,পরিপাকনালী, রক্তনালী,অন্তনালী ইত্যাদি )তে জমে থাকা চর্বি, বর্জ্য পদার্থ (টক্সিন) সহযেই অন্তনালী পরিস্কার করতে পারি না।ফলে সময়ের সাথে সাথে আমাদের শারীরিক সমস্যা বাড়তে থাকে।
দেহকে এ ধরনের সমস্যার হতে রক্ষার জন্য আন্তর্জাতিক পুষ্টির বিশেষঙ্গের একটি বিশেষ দল,সুইস পুষ্টি বিঙ্গানি ড:মাজুরিক এর তত্বাবধানে বিভিন্ন ধরনের ফলের আঁশ ( প্রিবায়োটিক ফাইবার ) দ্বারা এক ধরনের বডি ব্যালেন্স ( ভোজনযোগ্য আঁশ) আবিস্কার করেন- যাতে বিভিন্ন ধরনের ফলের ফ্লেফার, ভিটামিন,ম্যাগনেসিয়াম, গ্লুকোজ সংমিশ্রণ করে চিউ (চুইংগাম/চকলেট বার) আকারে খাবার উপযোগী করে বাজারজাত করা হয়
এরই মধ্যে এ পন্যটি বিশ্বের অনেক নামি দামী খ্যাতনামা প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃতি অর্জন করতে সাক্ষম হয়েছে। বাংলাদেশে এই পন্যটি একমাত্র সোল ওজেন্ট ইনভিনিটি মার্কেটিং লিঃ
স্যানকম মানবদেহে উপকারীতা
লিভারের কর্যক্ষমতা বৃদ্ধি লিভারের কর্যক্ষমতা স্বাভাবিক রাখে,ফলে গ্যাসট্রিক জাডীয় রোগ ধীরে ধীরে উপশম করে।
পাকস্হলীর স্কীতি রোধ করে।
শরীরে ম্যাগনেসিয়ামের শোষণ নিশ্চিত করে।
ডায়াবেটিস রোগীর ওজন কমাতে এবং সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে।
যে সকল ছেলেমেয়ে পর্যাপ্ত পরিমানে ফলমূল বা শাকসবজি খেতে চায় না, তাদের খাদ্য আঁশ ও ভিটামিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে।
ত্বকে ভিটামিন সি সরবরাহের মাধ্যমে ত্বকের বিভিন্ন সমস্যা ব্রন, মেছতা থেকে মুক্তি পাওয়া যায়।
লিভারের কর্যক্ষমতা বৃদ্ধি লিভারের কর্যক্ষমতা স্বাভাবিক রাখে,ফলে গ্যাসট্রিক জাডীয় রোগ ধীরে ধীরে উপশম করে।
পাকস্হলীর স্কীতি রোধ করে।
শরীরে ম্যাগনেসিয়ামের শোষণ নিশ্চিত করে।
ডায়াবেটিস রোগীর ওজন কমাতে এবং সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে।
যে সকল ছেলেমেয়ে পর্যাপ্ত পরিমানে ফলমূল বা শাকসবজি খেতে চায় না, তাদের খাদ্য আঁশ ও ভিটামিনের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করে।
ত্বকে ভিটামিন সি সরবরাহের মাধ্যমে ত্বকের বিভিন্ন সমস্যা ব্রন, মেছতা থেকে মুক্তি পাওয়া যায়।
আরো কিছু জানতে আমাদের সাথেই থাকুন (গ্রাথর) ধন্যবাদ