অবশেষে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ২০২১ সালের এস এস সি পরীক্ষা হওয়ার কথা জানানো হয়েছে। এস এস সি ফরম ফিল আপ এর তারিখ নির্ধারিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক।
এস এস সি ফর্ম ফিল আপ এর নোটিশ পাবলিশ হওয়ার তারিখ
৮ ফেব্রুয়ারি, ২০২১ সালে এস এস সি ফর্ম ফিল আপ এর নোটিশ দেওয়া হয়।
এস এস সি ফর্ম ফিল আপের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ :
অনলাইন ফর্ম পূরণের তারিখ ১ লা মার্চ ২০২১ এবং ফর্ম পূরণ আপডেট ১১ মার্চ ২০২১।
অনলাইন সম্ভাব্য তালিকা প্রদর্শনের তারিখ ২৮ শে ফেব্রুয়ারী ২০২১।
চূড়ান্ত তালিকা মুদ্রণের তারিখ ১৭ মার্চ ২০২১।
সোনালী সেবা ল্যাটস দ্বারা প্রদান জমা দিন তারিখ: ১১ মার্চ ২০২১।
নিবন্ধকরণ নবীকরণ শেষ তারিখ: ১০ মার্চ ২০২১।
নিবন্ধন ফি ২০২১ টাকা ফি (প্রতি শিক্ষার্থী)
এস এস সি পরীক্ষার ফরম ফিল আপ এর নোটিশ ২০২১:
কে কে এই পরীক্ষার জন্য ফরম জমা দিতে পারবে/ অংশগ্রহণ করতে পারবে ?
২০১৯-২০২০ নিয়মিত ব্যাচ এই এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে।
২০১৭-২০১৮ এবং ২০১৮-২০১৯ সেশন প্রার্থী এই এসএসসি পরীক্ষা ২০২১ এ অংশ নিতে পারবেন।
২০১-২০১-২০১ একাডেমিক শিক্ষাবর্ষের ব্যাচ রেজিস্ট্রেশন নবায়নের মাধ্যমে এই পরীক্ষায় অংশ নিতে পারে এবং জিপিএ উন্নয়নের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে পারে।
যে সকল বোর্ড এর শিক্ষার্থী রা ফর্ম জমা দিবে-
- ঢাকা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণ করুন 2021।
- কুমিল্লার শিক্ষা বোর্ড
- যশোরের শিক্ষা বোর্ড।
- চট্টগ্রামের শিক্ষা বোর্ড
- সিলেটের শিক্ষা বোর্ড
- খুলনার শিক্ষা বোর্ড
- বরিশালের শিক্ষা বোর্ড
- ময়মনসিংহের শিক্ষা বোর্ড
- দিনাজপুর / রংপুরের শিক্ষা বোর্ড
- রাজশাহীর শিক্ষা বোর্ড
- মাদ্রাসা গাজীপুরের শিক্ষা বোর্ড
- কারিগরি / বৃত্তিমূলক শিক্ষা বোর্ড বাংলাদেশ।