Cheap price backlink from grathor: info@grathor.com

অদ্ভুত কিছু মানসিক রোগ

আসসালামুআলাইকুম বন্ধুরা।

কেমন আছেন আপনারা সবাই??

আশা করি ভালো।

 

আজকের আমার পোষ্টের টপিক হচ্ছে, কিছু অদ্ভুত মানসিক রোগ ।

 

“মানসিক রোগ” কথাটি শুনলেই সবার গা শিউরে ,ওঠে তাই না?

 

হ্যাঁ ,কারণ এটা এমন এক ধরনের রোগ যা রোগীর পক্ষে অনেক জটিল । যার এসব রোগ হয় তিনি বোঝেন এর কষ্ট।

 

কিছু অদ্ভুত ও বিরল মানসিক রোগ আছে, যা অনেকেরই অজানা।

 

 

এমন কিছু মানসিক রোগের কথা চলুন জেনে নিই:

 

১. ক্যাপগ্ৰেস ডেল্যুশন:

 

এই রোগে আক্রান্ত ব্যক্তি তার পাশেই খুব কাছের একজন কে বা নিজের জমজ কে কল্পনা করে। যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। রোগী বিভিন্ন খারাপ কাজ করতে থাকে এবং সে বুঝতে পারে না যে এই কাজগুলো সে করেছে। তার পাশের কাল্পনিক মানুষকে সে দোষী মনে করে। এই রোগটি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের হয়ে থাকে। “দ্য ডাবল” নামের একটি মুভিতে এ রোগে আক্রান্ত রোগীর চরিত্র দেখানো হয়েছে।

 

 

২. এরোটোম্যানিয়া:

 

এ রোগে আক্রান্ত রোগী সবসময় চিন্তা করতে থাকে যে কেউ একজন তার প্রেমে পড়েছে। সেই কেউ একজন হয়তো কোন সেলিব্রিটি, এটা সে ভাবে ।রোগী কল্পনা করতে থাকে ,সেই ব্যক্তি তার প্রতি প্রেম নিবেদনের জন্য বিভিন্ন গোপন ইঙ্গিত দিচ্ছে। “ফ্রম দ্য ল্যান্ড অফ দ্য মুন” সিনেমায় এ রোগটি উপস্থাপন করা হয়েছে।

 

 

৩. ক্রিপটমনেশিয়া:

 

এ রোগে আক্রান্ত ব্যক্তি মনে করতে পারে না যে কোন নির্দিষ্ট ঘটনা কখন বা কোথায় ঘটেছে।অর্থাৎ কোন কিছুর উৎস সম্পর্কে রোগী নিশ্চিত হতে পারে না। এটা স্মৃতিশক্তির একধরনের অক্ষমতা।

 

 

৪. প্যারাফ্রেনিয়া:

 

এর আক্রান্ত ব্যক্তি নিজেকে খুব মহান ব্যক্তি কল্পনা করতে থাকে। সে নিজেকে পৃথিবীর অধিপতি কল্পনা করতে থাকে এবং নিজেকে অমর বলে মনে করে। এমনকি সে নিজেকে কোনো বড় গ্রন্থের রচয়িতা ও মনে করতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা খুবই রাগী ও একরোখা হয়। এরা কিছুটা রহস্যময়ও হয়ে থাকে।

 

 

৫. এলিস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রোম:

 

এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তির নিজেকে এবং চারপাশের সবকিছু কে দেখার চোখ বদলে যায়।এ রোগ সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করে ,যখন রোগী নিজের শরীরের আকৃতি ও সঠিকভাবে নির্ণয় করতে পারে না।

 

উল্লিখিত সব রোগগুলোর মধ্যে এই রোগটিই আমার কাছে খুব ভয়াবহ মনে হচ্ছে।

 

 

আজ এ পর্যন্তই।

 

এরকম আরো অজানা-অচেনা তথ্য যেন আপনাদের দিতে পারি সে আশাই রাখবো।

 

সবাই দোয়া করবেন।

 

ভাল থাকবেন ও সুস্থ থাকবেন।

 

দেখা হবে পরবর্তী পোস্টে।

 

 

আল্লাহ হাফেজ।।

Related Posts

8 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No