আসসালামু আলাইকুম সবাইকে।
দয়া করে সম্পুর্ন পোষ্টটি পরবেন।
আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা সবার ই জানা উচিত।
আমরা সবাই চাই অনলাইন থেকে আয় করতে। কেউ বসে থাকতে চাই না। অনলাইনে কাজ করে যেন একটা ইনকাম হয় এবং সেটা দিয়ে নিজের হাত খরচ টা চালাতে পারি। সবাই এই উদ্দেশ্য নিয়েই অনলাইনে খোজাখুজি করি যে কিভাবে টাকা আয় করা যায়। এইজন্য আমরা অনেকে আছি ফেসবুকে অনেক গ্রুপেে এড হই।অনেকে অনেক পোষ্ট করে যে প্রতিদিন ২০০-৩০০ টাকা, বা মাসে হাজার টাকা ইনকাম করা যাবে।এই বলে তারা ইনবক্সে নিয়ে এবং তারা বিভিন্ন লিংক দেয় এবং ওই লিংক থেকে অ্যাকাউন্ট করতে বলে। আসলে ওইসব রেফার করার ধান্দা। বর্তমানে ৯৮% ই সব ফেক। আসল কাজ পাওয়া এত সহজ না, আর প্রতিদিন ২০০/৩০০ টাকা ইনকাম করা এত সহজ না। যদি সত্যিই টাকা ইনকাম করতে চান তাহলে ভালো কাজ শেখেন, অনলাইনে সব রেফার করার জন্য মানুষ পোষ্ট করে, অনেকে আবার ভুয়া পেমেন্ট প্রুফ ও দেখায়। এইসব ৯৮% ই ভুয়া।
এই পোষ্টটা আমি করতাম না, অনেকদিন যাবত দেখতেছি যে গ্রাথর ডট কম এ অনেকেই এমন পোষ্ট করতেছে যে প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম, পেমেন্ট বিকাশে। এইসব এপ/সাইট সম্পর্কে যারা জানে না তারাই অ্যাকাউন্ট করতেছে। আমি বেশকিছু এমন সাইট আর এপ এ কাজ করছি এবং জানি যে এইসব ফেক, প্রতিদিন ১০০ টাকাই ইনকাম করা যায় না আর তারা বলতেছে যে ২০০-৩০০ টাকা প্রতিদিন। আর এইভাবে তারা তাদের রেফার বারাচ্ছে আর তাদেরই ইনকাম হচ্ছে বেশি। সো আমি আপনাদের বলবো যে যেকোনে সাইট বা এপ এ কাজ করার আগে সেই সাইট বা এপ সম্পর্কে ভালো করে যেনে নিবেন।তা না হলে আপনারা কাজ করবেন ঠিকই কিন্তুু পেমেন্ট পাবেন না কষ্ট করা বৃথা