হ্যা বন্ধুরা,আসলেই অনলাইন থেকে আয় করা যায়।আমিও কিছুদিন আগে অনলাইন থেকে আয়ের বিষয়টা বিশ্বাস করতাম না বা অন্যান্য সাইটে কাজ করতাম কিন্তু পেমেন্ট পেতাম না।কিছু কিছু বাংলাদেশী সাইটে কাজ করে পেমেন্ট পাওয়ার পরে আমার সেই ভুল ধারনা ভেঙে গেছে।কিছু এ্যাপস আছে এতেও কাজ করে আয় করা যায়।আবার কিছু কিছু বাংলাদেশী সাইট আছে তারা পেমেন্ট করে থাকে।আসলে আউটসোর্সিংটা হলো ধৈর্যের ব্যাপার।এক সাথেই লাফিয়ে অনেক উপরে উঠা যাবে না।ছোট ছোট কাজ করে আগে শিখতে হবে।আর আমাদের দেশে তো এখন প্রায় সব জায়গায়ই কম্পিউটার ট্রনিং সেন্টারে আউটসোর্সিং এর কাজ শেখানো হয়।আউিসোর্সিং শিখলেই হবে না।নিজের কাজের ধরন,কাজে পাওয়ার আর্টিকেল,কাজের রেট ইত্যাদি আরও অনেক বিষয় যেগুলো খেয়াল রাখতে হবে।আর যারা মোটামুটি পকেট খরচ চালানোর জন্য মোবাইল দিয়ে করতে চাও। তারা বাংলাদেশী কিছু কিছু সাইট আছে এতে এ্যাড দেখলে নির্দিষ্ট পরিমান টাকা আয় করতে পারবে।তবে সেটা একটু সময়সাপেক্ষ।তবে আউটসোর্সিং শিখে কাজ করাটাই ভালো।তাতে কি হবে দিনে দিনে আপনি যত কাজ বুঝবেন আপনার আয় আরও বাড়তে থাকবে।নিজে স্বাধীনভাবে কাজ করতে পারবে।বাংলাদেশে বর্তমানে অনেকেই আউটসোর্সিং এর মাধ্যমে টাকা আয় করতেছে।আউটসোর্সিং শেখার পরে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় নি।শুধু চাকরীর পিছনে না ছুটে এভাবে যদি টাকা আয় করা যায় তার থেকে ভাল আর কিছু আছে বলে আমার মনে হয় না।নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব বলে আমি মনে করি।