ইদানিং ফেইসবুক এ ঢুকলেই যে জিনিসটি সব থেকে বেশি চোখে পড়ে সেটি হচ্ছে অনলাইন সেলিং জব |বিশেষ করে বিভিন্ন গ্রপগুলোতে এই অনলাইন সেলিং জবগুলো বেশি চোখে পড়ে |
জবপোস্টগুলো ঠিক কেমন হয় সেই সম্পর্কে আমি একটু বলছি | জবগুলোতে বিভিন্ন মেম্বার অ্যাড করা হয় অ্যাড ফী এর মাদ্ধমে | বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাড ফী থাকে ৩০০ টাকা | এবং জবপোস্ট গুলোতে এমন বলা থাকে যে আপনি শুধুমাত্র ৩০০ টাকা দিয়ে অ্যাড হলেই আনলিমিটেড ইনকাম করতে পারবেন শুধুমাত্র মেম্বার অ্যাড এবং সেলিং করে যে কমিশন আসবে সেটার মাদ্ধমে | কিন্তু আপনি কি জানেন এটা কত বড় প্রতারণা | হ্যাঁ এটা প্রতারণাই ৩০০ টাকা আপনি জলে ফেলতে চাইলে এই ধরণের জব এ অ্যাড হতে পারেন |
প্রথমত আপনাকে ৩০০ টাকা দিয়ে অ্যাড করার পর তার বেশি অর্ধেক টাকা পায় ওই সেলিং গ্রুপ এর অ্যাডমিন আর বাকি টাকা পায় যার মাদ্ধমে আপনি অ্যাড হয়েছেন উনি | অ্যাড হওয়ার পর থেকে ঠিক একইভাবে এডভার্টাইজমেন্ট করে আপনাকেও মেম্বার অ্যাড করতে হবে | কিন্তু সেলিং এর মাদ্ধমে আপনি তেমন ইনকাম করতে পারবেন না বললেই চলে | অনেক সময় এই জবের মাদ্ধমে আপনি পড়তে পারেন বড় রকমের বিপদে | ধরুন আপনি একটি ড্রেস এর সেল পোস্ট দিলেন ড্রেসটির দাম ধরুন ১৯০০ টাকা | এখন ধরুন ড্রেস টি কেউ কিনতে চাচ্ছে যেহেতু পোস্ট করেছেন আপনি সুতরাং কাস্টমার আপনার সাথেই কন্টাক্ট করবে | অনলাইন বিজনেস এর নিয়ম অনুযায়ী কাস্টমার ড্রেস টি নিতে রাজি হলে আপনি তাকে কিছু টাকা বিকাশ করতে বলবেন অ্যাডভান্সড হিসেবে যেই টাকাটি বিকাশ করতে বলবেন সেটি নিয়ম অনুযায়ী এডমিনের নম্বর এই বিকাশ করতে হবে | কাস্টমারকে আপনি অ্যাডমিন এর নম্বর দিলেন বিকাশ করার জন্য কিন্তু কাস্টমার কিন্তু জানছে যে টাকাটি সে আপনার নম্বর এই বিকাশ করছে | ধরুন কাস্টমার আপনার কথা মতো ১০০০ টাকা অ্যাডভান্সড আপনার দেয়া নম্বর(এডমিনের নম্বর) এ বিকাশ করলো | আপনি পেজ এর অ্যাডমিন কে জানালেন এই ড্রেস টি কাস্টমার নিতে চাচ্ছে | সাথে এটাও জানালেন যে কাস্টমার এডমিনের মোবাইল এ অলরেডি ১০০০ টাকা বিকাশ করেছে | এই ক্ষেত্রে দুটি ঘটনা ঘটতে পারে| ১. টাকা পাওয়া সত্ত্বেও পেজের অ্যাডমিন অস্বীকার করলো যে সে টাকা পাইনি সুতরাং সে কোনো ড্রেস ডেলিভারি দিবেনা | সেই ক্ষেত্রে কাস্টমারকে পুরোপুরি জবাবদিহি আপনাকে করতে হবে কারণ কাস্টমার কিন্তু পেজের এডমিনকে চিনে না চিনে আপনাকে সেই ক্ষেত্রে পুরো blame আপনার উপর চলে আসবে | ২. আরেকটি হতে পারে টাকা পাওয়া মাত্রই এডমিন আপনাকে ব্লক করে দিলো তখন ও কিন্তু জবাবদিহি আপনাকে করতে হবে কাস্টমারের কাছে |
এরকম অজস্র ভুয়া পেজ খুলে মানুষ এখন বিজনেস করছে যাদের কাছে আসলে কোনো অনলাইন প্রোডাক্টই নেই | আপনি চিন্তা করলেন মাত্র ৩০০ টাকারই তো ব্যাপার অ্যাড হয়ে দেখি | কিন্তু আপনি টাকাটা তো হারাবেন সেই সাথে আপনি যে কোনো সময় কাস্টমারের কাছে ফেঁসে যেতে পারেন খুব বাজে ভাবে | তাই যেই কোনো জায়গায় ইনভেস্ট করার আগে তাকে যাচাই বাছাই করুন | তার আসলেই এমন কোনো পেজ আছে কিনা |
এখন অনেকেই ভুয়া পেমেন্ট প্রুফ দেখিয়ে গ্রুপ এ অ্যাড করে,আর আমাদের মতো বোকা সহজ সরল মানুষ টাকা দিয়ে ঠকে যাই | মনে রাখবেন এসব পেমেন্ট প্রুফ এপ দিয়ে বানানো কোনো ব্যাপারই না | তাই দয়া করে অনলাইন জব নামক কারো ফাঁদে পা দেয়ার আগে বারবার ভাবুন |আরেকটি কথা মাথায় রাখবেন হাতে টাকা আসাটা এতো সহজ নয় | টাকা উপার্জন করতে গেলে অনেক মেহনত করতে হয় |