আসসালামুয়ালাইকুম বরাবরের মতো আরও একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে অসাধারন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম ।
আজকে দেখাবো যে কিভাবে আপনি অন্যের মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার নিজের এন্ড্রয়েড ফোনে মেসেজ কিভাবে ট্রান্সফার করবেন আপনার এন্ড্রয়েড ফোনে সাথে সে কার সাথে কথা বলেছে সেটাও আপনি দেখতে পারবেন মেসেজে অর্থাৎ তার নাম্বারও আপনার ওখানে শো করবে তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ।
যে কাজে ব্যবহার করতে পারেনঃ আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে আপনি সন্দেহটা নিশ্চিত করার জন্য এই কাজটি করতে পারেন মনে করেন আপনার পরিবারের কেউ অন্য কারো সাথে কথা বলছে মেসেজের মাধ্যমে সেটা জানতেন না । হঠাৎ করে কোনো কারণে আপনার সন্দেহ জাগল তাহলে আপনি এই কাজটি করে আপনার সন্দেহ থাকে নিশ্চিত করতে পারেন যে সে কি আসলেই কারো সাথে কথা বলছে ? নাকি আপনার চিন্তাভাবনা একেবারেই ভুল সেটা নিশ্চিত করার জন্য আপনি এই কাজটি করতে পারেন ।
তাহলে বেশি বকবক না করে আমরা আমাদের মূল কাজে চলে যাই – আপনারা অন্যের মোবাইলের মেসেজ যদি আপনার মোবাইলে আর তার জন্য আপনাকে স্কুটি সফটওয়্যার ইন্সটল করতে হবে আপনি যার ফোন থেকে আপনার ফোনে ম্যাসেজ আনতে চান। তো বিস্তারিত জানার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন ।
সর্বপ্রথম আপনাকে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে আপনি এখান থেকে সফটওয়্যার টি ডাউনলোড করতে পারবেন । সফটওয়্যার এর ডাউনলোড লিংক এখানে — https://play.google.com/store/apps/details?id=com.gawk.smsforwarder
যেভাবে ইন্সটল করবেনঃ সফটওয়্যারটি ডাউনলোড এবং ইন্সটল করুন ইন্সটল করা হয়ে গেলে জাস্ট ওপেন করুন ওপেন করার পর আপনাকে দুটো নেক্সট বাটনে ক্লিক করতে হবে নিচের দিকে দেখুন next নামের বাটন রয়েছে । সেখানে ক্লিক করে দিন এভাবে দুইবার ক্লিক করুন ।
তারপর আপনি দেখতে পাবেন প্রাইভেসি পলিসি নামে একটি অপশন রয়েছে সেখানে এলাও করে দিতে হবে আপনি এলাও করে দিন ।
এলাও করা হয়ে গেলে new filter নামে একটি অপশন আপনাদের সামনে আসবে সেখানে আপনি দেখতে পাবেন একটি খালি বক্স রয়েছে . সেখানে আপনি আপনার ইমেইল দিয়ে দিন ইমেইল দিয়ে উপরে দেখেন টিক মার্ক দেওয়া রয়েছে সেখান টিক মার্ক দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে একটি পপ-আপ উইন্ডো চালু হবে . সেখানে করা হয়ে গেলে আপনাদের সামনে কিছু পারমিশন চাবে পারমিশন গুলো দিয়ে দিন . পারমিশন দেয়ার পর টেস্ট নামের একটি অপশন আসবে সেখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনার কাজ মোটামুটি শেষ ।
এখন আপনি আপনার ইমেইল চালু করুন আর অবশ্যই মনে রাখবেন যাতে ইন্টারনেট কানেকশন অন থাকে তাহলে আপনি মেসেজ পেতে দেরী করবেন কারণ তিনি যখন চালু করবে তখন আপনার সামনে মেসেজ যাবে ।
মেসেজ আপনি আপনার জিমেইল এ দেখতে পাবেন । এবার আর একটা সফটওয়্যার এর কাজ । উপরের সফটওয়্যার থেকে হাইড করার জন্য আপনি একটি হাইড নামের সফটওয়্যার ইউজ করতে পারেন গুগল প্লে স্টোরে বিভিন্ন সফটওয়্যার যাবে সেখান থেকে আপনি যেকোনো একটি নামিয়ে নিন ।
আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে ।
Grathor.com এর দৃষ্টি আকর্ষণ করছিঃ
আমি আপনার কাছে একটি অনুরোধ করব যে আপনি যত তাড়াতাড়ি পারেন এটার লোডিং সমস্যাটাকে সমাধান করে দিবেন । কারণ এখানে ভিজিট করতে অনেক সময় লাগে , যার ফলে ভিজিটর গুগলের সার্চ করে এই ওয়েব সাইটে আসতে গিয়েও আসতে পারে না। কারণ এখানে অনেক সময় লাগে তাই তারা এখান থেকে বেরিয়ে যায় । তাই এ দিকে লক্ষ রেখে একটু তাড়াতাড়ি কাজটি করবেন ধন্যবাদ ।