অবহেলা বড্ড খারাপ জিনিস।
অনেক সম্পর্ক দেখেছি যেটা অবহেলার কারনে দুমড়ে মুচড়ে যায়।
যে মানুষ টার সাথে আপনার দিনে ২/৩ ঘন্টা কথা হতো, দু দিন পর পর দেখা হতো, সেই মানুষটার সাথেই আপনার দিনের পর দিন যোগাযোগ নেই। মাঝে মাঝে একটু আধটু কথা হয়। কিন্তু একটা সময় এই আপনিই তাকে ছাড়া কিছুই বুঝতেন না। অদ্ভুত না ব্যাপারটা….!!
.
যে মানুষটা আপনার একটা মেসেজ কিংবা ফোন কলের অপেক্ষায় সারা রাত জেগে থাকতো সেই মানুষটাই এখন আপনার ফোন নম্বরটা চিনতে অস্বীকার করছে। আপনার জন্য পাগল প্রায় মানুষটা আপনার নামটা শুনতে চায় না। আপনার কথা বললেই কথার প্রসঙ্গ চেঞ্জ করে ফেলে।
.
অদ্ভুত হলেও সত্য যে ওই মানুষটার মনের ভিতর মাথার ভিতর তখন শুধু আপনার কথাই ঘুরতে থাকে। আবার সে আপনাকে সহ্যও করতে পারছে না। সে আপনাকে ঘৃনা করে এমনটাও নয়। একটা অভিমান কাজ করে। খুব সূক্ষ অভিমান।
.
আসলে আপনার দেয়া অবহেলা থেকে একটু একটু করে তার মধ্য চাপা কষ্ট বাসা বেধেছে। সামান্য একটু অবহেলার জন্য এই কষ্টটা দিন দিন বাড়তেই থাকে। ব্যাথাটা পাহাড়সম হয়ে দাঁড়ায়। না চাইতেও ভুলে যেতে ইচ্ছে হয় অনেক কিছু।
.
এই অবহেলিত মানুষগুলোর কষ্ট বোঝার ক্ষমতা আপনার হবে না। এই মানুষ গুলোর কষ্ট এতো সহজে বুঝবেন না যত দিন না আপনি নিজে অবহেলার স্বীকার হচ্ছেন। একটা কথা কি জানেন পৃথিবীর সব ভাগ করা গেলেও কষ্ট ভাগ করা যায় না।
.
কারো কষ্ট দেখে হয়ত একটু হায় হুতাশ করবেন কিন্তু ঠিক কষ্টের ভাগ টা নিতে পারবেন না। কারো দ্বারা অবিহেলিত হলে বুঝবেন কষ্টটা কত সীমাহীন। বুকের ভিতর চিন চিন ব্যাথা হাজারো প্রশ্নের জন্ম দিবে। আবার চোখের কোনে জমা এক ফোটা জল থেকে হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন।