আপনারা সবাই কোন না কোন রকম ব্যবসা করে থাকেন এখন ব্যবসায় যদি চান আমি আরও বৃদ্ধি করতে তাহলে যদি অনলাইন থেকে একটা ওয়েবসাইট বানিয়ে আপনার প্রডাক্ট গুলো আপনারা যদি সেখানে পাবলিশ করে দেন এবং আপনার ওয়েবসাইটে যদি ভালো রেংকিং পায় তাহলে কিন্তু সফলতা পাবেন সেখান থেকে। কারন তথ্য প্রযুক্তির উন্নতির ফলে মানুষ এতটায় নির্ভর হয়ে পড়ছে যে ধারনা করা যাচ্ছে আগামী ৩০ সালের ভিতর মানুষ অনলাইন থেকে শুরু সব করবে যাতে তারা ঘরে বসেই সব পেয়ে যাবে। লক্ষ করলে দেখতে পাবেন যে এখনি এর কিছুটা প্রভাব দেখতে পারি। যেমন দারাজের দিকে লক্ষ করলে দেখতে পাবেন যে তারা কিন্তু অনলাইন বিজনেস থেকেই কিন্তু তারা কিন্তু অনেক সফলতা পেয়েছে। দারাজ থেকে দেখুন কত মানুষ তাদের প্রিয় জিনিস কিনছে।এবার কথা আসতে পারে অনলাইন বিজনেস খুললাম এবার আমি থাকি ঢাকায় কিন্তু আমি কিভাবে অন্যজায়গায় প্রডাক্ট পাঠাব।তাদের বলছি খুবই সহজ যেকোন একটা কুরিয়ার সার্ভিস এর সাথে কথা বলে নেন।এতে আপনি তাদের কিছু টাকা দিলেই তারা আপনার কাস্টমার এর হাতে তুলে দিবে। কি কি লাগবে এই কাজের জন্য
১. ডোমেইন
২.হোস্টিং
৩.কুরিয়ার সর্ভিস
৪.আপনার প্রডাক্ট
৫.অফিস বা দোকান
ডোমেইনঃ ডোমেইন এর কাজ কি এটা কি এটা কিভাবে কাজ করে।আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার মাথায় সত্যি এখন এগুলো ঘুরপাক খাচ্ছে।তাদেরকে বলছি ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইট এর নাম যেমন websitename.com এগুলো বিভিন্ন নামে কিনা যায় যেমন .com .xyz .net . Movie আরও অনেক রয়েছে আপনার কম্পানির নামের সাথে এটা যোগ করা থাকবে এবার। ডোমেইন টা সাধারনত নামের মতো হয়ে থাকে
হোস্টিংঃ হোস্টিং টা হলো আপনার যে ডোমেইন টা কিনলেন সেটার ডাটা সব কোথায় গিয়ে জমা হবে যেমন একজন একটা ঘড়ি অর্ডার দিল।সেটা আপনাকে কিন্তু দেখতে হবে কিন্তু দেখবেন কোথা থেকে এটার জন্য হোস্টিং এর প্রয়োজন হবে হোস্টিং না থাকলে আপনার ডোমেইন যে কিনলেন সেটা ডিজাইন করতে পারবেন না। তাই অনলাইন ষ্টোর খোলার জন্য হোস্টিং খুব গুরুত্বপূর্ণ।
কুরিয়ার সার্ভিসঃ আপনার অর্ডার আসল সবার অর্ডার কিন্তু আপনি বাসায় গিয়ে দিয়ে আসতে পারবেন না কারন এটা কোনভাবেই সম্ভব নয়।এর জন্য আপনার প্রয়োজন হবে কুরিয়ার সার্ভিস কারন তারাই আপনার প্রডাক্ট বিভিন্ন যায়গায় পোছায়ে দিবে।বিনিময় আপনাকে কিছু টাকা তাদের দিতে হবে সেটা আপনি চাইলে ওটা আপনার কাষ্টমার কাছ থেকে ডেলিভারি চার্জ হিসেবে নিতে পারবেন
আপনার প্রডাক্টঃ আপনার প্রডাক্ট যদি না থাকে তাহলে বিক্রি করবেন কি তার জন্য অবশ্যই আপনাকে প্রডাক্ট বিক্রি করতে হবে তাই অবশ্যই আপনার ভালো মানের প্রডাক্ট রাখতে হবে কারন আপনি যদি ভালো মানের প্রডাক্ট রাখেন তাহলে কিন্তু ভালো কাস্টমার পাবেন। কারন দেখুন আমি আপনার প্রডাক্ট কিনলাম আমি ভালো সার্ভিস পেলাম আমি কিন্তু আরেকজনকে বলব এই সাইট থেকে নেন তারা ভালো সার্ভিস দেয় আমিই কিন্তু বলব সবাই কি করে জানিনা
অফিস বা দোকানঃ অফিস বা দোকানের কেন বললাম। কারন আপনার ওয়েবসাইট এর যদি নির্দিষ্ট অফিস বা দেকান থাকে তাহলে কিন্তু আপনার কোন সমস্যা হবে না কারন প্রডাক্ট এ কোন সমস্যা থাকলে অফিসে এসে যোগাযোগ করবে
আশা করি আপনাদের বুঝাতে পেরেছি part 2 তে আরও সুন্দর করে বোঝাব