গ্যাসের চুলা থেকে আগুন লেগে দুর্ঘটনার কথা আমরা সবাই শুনেছি | সাধারণত আমাদের যাদের বাড়িতে গ্যাসের চুলা আছে তাদের অসচেতনতা এবং অসতর্কতাবশত ঘটে থাকে এই ধরণের বড় দুর্ঘটনা | কিন্তু একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা পেতে পারি এই সকল দুর্ঘটনা থেকে মুক্তি |
ঠিক গত বছরের জানুয়ারী মাসের দিকে গ্যাসের চুলা বিস্ফোরিত হয়ে পুরো একটি পরিবারের ৪ জন সদস্য নিঃশেষ হয়ে যায় | সম্ভবত দুর্ঘটনা ঘটার দুইদিন আগে থেকেই উনারা বুঝতে পারছিলেন যে, বাসায় গ্যাস লিকেজ হচ্ছে | বাড়িওয়ালাকে জানালেও উনি সেটিতে তেমন কর্ণপাত করেননি | পরবর্তীতে এই অসতর্কতাই কেড়ে নিয়ে গেলো পুরো একটি পরিবার |
এছাড়াও মাঝে মাঝে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েও ঘটছে ভয়াবহ অগ্নিকান্ড | যারা গ্যাসের চুলা ব্যবহার করে থাকেন তারা প্রায় সময়ই অসাবধনতাবশত গ্যাসের চুলা খোলা রেখে বাইরে চলে যান | যেটি অৱশ্যই ঠিক নয় | বাইরে বের হবার আগে বারবার খেয়াল রাখা উচিত চুলা অফ করা হয়েছে কিনা | সবসময় খেয়াল রাখা উচিত গ্যাস লিক হচ্ছে কিনা | চুলার উপর কখনোই কাপড় শুকাতে দেয়া উচিত নয় | অনেক সময় বাতাসে কাপড়ে আগুন ধরে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা |বাসায় গ্যাস লিক হওয়ার গন্ধ পেলে দেরি না করে তৎক্ষণাৎ ব্যবস্থা নেয়া উচিত |
এগুলো ছাড়াও আরো কিছু সতর্কতা অবলম্বন করতে পারেন | রান্না করতে গেলে ভালোভাবে চুল বেঁধে নিন | আঁটসাঁট কাপড় পরে নিন | সিল্ক কাপড় পড়ে রান্নাঘরে যাবেননা | সিল্কের কাপড়ে আগুন তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে | রান্না করার সময় রান্নাঘরের জানালা খোলা রাখুন |কোনোভাবে গায়ে আগুন লেগে গেলে মোটা কাঁথা অথবা কম্বল গায়ে জড়িয়ে মাটিতে গড়াগড়ি করুন | পুড়ে যাওয়া জায়গায় ঠান্ডা পানি এবং বরফ ব্যবহার করুন তৎক্ষণাৎ | গ্যাসের চুলা থেকে দূর্ঘটনা বেশি হওয়ার কারণে এখন অনেকেই অটো চুলা ব্যবহার করে থাকেন | অটো চুলার লাইন লিকেজ আছে কিনা অথবা ঠিকভাবে সংযুক্ত আছে কিনা খেয়াল রাখুন | আগুনে পুড়া ব্যক্তির গায়ে বেশি বেশি ঠান্ডা পানি ঢালুন এবং যত দ্রুত সম্ভব তাকে নিকটবর্তী কোনো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন |