অবশেষে ফিরলেন তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে এসেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও অস্ট্রেলিয়া দলের প্রসঙ্গ এলেই ব্যবহার করা হয়েছে ‘ফিরছেন’ শব্দ। সেটাকে ফিরলেন লেখা গেল আজ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া দল। এ দুজনের ফেরার দিনে কষ্টার্জিত এক জয় নিয়ে মাঠ ছড়তে পেরেছে অস্ট্রেলিয়া দল।
নিষেধাজ্ঞার মেয়াদ এক বছর হলেও অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারের ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। পাকিস্তানের বিপক্ষে শেষ কয়েকটি ম্যাচে নেওয়ার সুযোগ থাকলেও অস্ট্রেলিয়া সেটা করেনি, আইপিএলেই ব্যস্ত ছিলেন সাবেক অধিনায়ক ও সহ অধিনায়ক। নিউজিল্যান্ড একাদশের অস্ট্রেলিয়া সফর উপলক্ষেই অবশেষে হলুদ জার্সিতে দেখা গেল ওয়ার্নার স্মিথকে। ব্যাটিং অনুশীলনটা অবশ্য ভালো হয়নি খুব একটা। অপরিচিত পজিশনে নেমে ৩৯ রান করেছেন ওয়ার্নার। টেস্ট ম্যাচের ছন্দে ২২ রান করেছেন স্মিথ।
12 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Hmm
Nice
Hm
Food
Good
Good post
Wow
Ok
nice post
ভালো পোস্ট
Nice
Nice