Cheap price backlink from grathor: info@grathor.com

আই এম সেন্ড ইউ সারপ্রাইজ লিঙ্ক আসলে কি?

সবাই সাবধান হয়ে যান। আই এম সেন্ড ইউ
সারপ্রাইজ এই রকম এসএমএস যুক্ত লিঙ্ক আপনাকে কেউ পাঠালে সেইটাই ক্লিক করবেন না।

অনেকে না জেনে, আপনারা বন্ধুদের মাঝে নতুন বছরের শুভেচ্ছা যুক্ত লিঙ্ক শেয়ার করছেন।

আপনারা ভেবে দেখেন, হ্যাকার রা কিন্তু বিশেষ কোন দিন গুলোতে এই রকম টাইপের লিঙ্ক ছড়িয়ে দেয়।

তাই , এ রকম লিঙ্কে না জেনে বুঝে কখনোই প্রবেশ করবেন না।
এগুলো হ্যাকারদের ফাঁদ, আপনি লিঙ্ক প্রবেশ করা মাত্র তারা আপনার সকল তথ্য হাতিয়ে নেই। এছাড়া বিভিন্ন এ্যাকসেস নিয়ে নেয়,আপনার ডিভাইজের ।

সন্দেহ ভাজন লিঙ্ক পেলে তা এড়িয়ে যাবেন। হয়তো কোন লোভনীয় কিছু দিবে বলে লিঙ্ক করতে বলবে । আপনারা করবেন না।

এছাড়া, আইটি গবেশক রা গবেশনা করে, এটাই জানাই যে, এটা একটা ফিশিং লিঙ্ক
কেউ যেন, ক্লিক না করে। আপনার আইডি হ্যাক হতে পারে, আর ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে।
এছাড়া আপনার ফোনকে ধীর গতি করে ফেলে। স্বাভাবিক ভাবে ইউজ করতে পারবেন না।

এখনি আপনার পরিচিতিদের মাঝে শেয়ার করে সাবধান করে দিন।

কেউ ভূলে ক্লিক করলে কি করবেন?

বাঁচার উপাই:

আপনার ফোনের ডিভাইজ হিস্ট্রি তে যত কুকিজ ফাইল আছে মুছে ফেলুন।
ব্রাউজারে কুকিজ গুলো মুছে দিন।
পাসওর্য়াড পরিবর্তন করে ফেলুন।

এছাড়া ব্রাউজারে গিয়ে কুকি পাসওর্য়াড সেভ রিড সাইট এইটা অন থাকলে অফ করেন।

নিজে বাঁচুন অন্যকে বাঁচান।

ধন্যবাদ।

Related Posts

3 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No