Cheap price backlink from grathor: info@grathor.com

আউটসোর্সিং এর প্রেক্ষাপটে তরুণসমাজ ও বাংলাদেশ

  1. “আউটসোর্সিং হচ্ছে বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি মুক্ত পেশা। বর্তমান সময়ে এটি খুবই জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে আমাদের দেশের তরুণ সমাজের কাছেই এই পেশাটি খুবই বেশি পরিমাণে উল্লেখযোগ্য ভাবে ধরা পড়ছে। এখন তারা শুধু শুধু বসে থেকে তাদের বেকার জীবন পাড় করছে না। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এ সময় দিয়ে তারা প্রয়োজনীয়, অথবা তার চেয়েও বেশি পরিমাণে ইনকাম করে যাচ্ছে। ফলে, তারা আর বেকার নই। কোনো না কোনো দিক দিয়ে তাদের উপার্জন হয়েই যাচ্ছে। আউটসোর্সিং মূলত হচ্ছে একটি মুক্ত পেশা। যে কেউ যখন খুশি, যখন ইচ্ছা অথবা যখন তাদের মন চায় ঠিক তখনি এটি করতে পারে। অর্থাৎ, এখানে কাজের ক্ষেত্রে সময়ের কোনো প্রকারের বাঁধা নেই।  যখন খুশি যে কেউ এসে তার কাজ শুরু করে দিতে পারেন। অনেকেই এই পেশাটির মাধ্যমে মাসে ৩০০০০ থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করতে সক্ষম হচ্ছেন। অর্থাৎ, পড়ালেখা শেষে তাদেরকে চাকরির জন্য বসে থাকতে হয় নি। নিজেদের নিজ নিজ একান্ত চেষ্টায় তারা পৌঁছে যেতে পেরেছেন তাদের সফলতার চূড়ায়। আর এর জন্যি অন্যের পৃরতি নির্ভরশীলতা এবং চাকরি খোঁজার প্রবণতা দিন দিন অনেক করে কমতে শুরু করেছে। তবে তাদের কোনো সরকারি স্বীকৃতি এখনো হয়নি। এটা হলে অবশ্য অনেকে আরো বেশি কাজের পৃরতি আগ্রহ পেতে সক্ষম হতো। তবে সেটা হতেও মনে হয়না আর দেরি। বিভিন্ন প্রকারের উদ্যোগ হাতে নেয়া হয়েছে। বাস্তবায়ন করা সময়ের দাবি মাত্র, অতি দ্রুতই তা সফল হবে। তবে, আউটসোর্সিং এ আসার আগে সকলকেই বিশেষ কোনো না কোনো প্রশিক্ষণ বা নূন্যতম ধারণা টুকু নিয়ে আসা উচিত। কারণ, কোনো কিছু না জেনে শুনে কোথাও পারফর্ম করাটা যেমন ক্ষতির কারণ, ঠিক তেমনি অনলাইনের কাজে বা আউটসোর্সিং এর কাজে ধারণা বা কনসেপ্ট না নিয়ে আসাটাও বিপদজনক। এতে করে অনেকেই ক্ষতির সম্মুখীন হবে। কারণ আমাদের দেশের অনেকেই এই মুক্ত পেশার সাথে সংযুক্ত, তারা নিজেরা অনেক পরিশ্রম করে এই লাইনে এসেছে এবং অনেকে সফলতার সাথে তাদের কাজ করে যাচ্ছে। তারা তাদের কাস্টমারদের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রদান করে মন কাড়তে পেরেছেন। কিন্তু হঠাৎ  করে যখন একজন কাজ না জানা ব্যক্তি এই লাইনে ঢুকবে তখন তার কাজে অনেকে সন্তুষ্ঠ নাও হতে পারে, তখন তারা সেই দেশকে নিয়ে খারাপ ধারণা পোষণ করবে।  ফলে সকল প্রকারের অন্য ফ্রিল্যান্সার দের জন্য ও একটি ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই অবশ্যই যথাযথ কাজ জেনে এই আউটসোর্সিংয়ে প্রবেশ করা উচিত। তবেই, সকলে সফল হতে পারবে এবং দেশের জন্য বয়ে আনবে সুনাম।

Related Posts

20 Comments

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No