আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।কারন আজকের দিনে আমি আমার আম্মুর কাছ থেকে ১০০০ টাকা নিয়েছি।আমার আম্মু কোনো কারন ছাড়া আমাকে কোনো টাকা দেন না।কিন্তু আজ আমাকে নিজে ডেকে নিয়ে বললেন এই নে একহাজার টাকা।আমি বললাম কিসের টাকা।বললেন তর টাকা আমি বললাম আমার টাকা মানে।বললেন কেনো তর টাকা লাগবেনা।অামি অার কিছু না বলে টাকা নিয়ে আমার রুমে এসে লুজ্ঞি ডান্স দিলাম।তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে কল দিলাম কল দিয়ে বললাম আজ আম্মুর কাছ থেকে ১০০০ টাকা নিয়েছি।তাই আজ জমিয়ে আড্ডা দিলাম।আড্ডা দিয়ে বাসায় ফিরলাম।ফিরে এসে দিলাম এক ঘুম।সকাল ১০ টার সময় ঘুম থেকে উটলাম।ঘুম থেকে উটে আম্মুর কাছে গেলাম টাকা নেওয়ার জন্য।আম্মুকে গিয়ে বললাম আম্মু আমাকে কিছু টাকা দিবে।আম্মুকে যেইনা টাকার কথা বললাম অমনি আম্মু আমায় বললেন কাল তকে ১০০০ টাকা দিলাম।সেই টাকা একদিনে শেষ অামি বললাম ১০০০ টাকা দিয়ে কয়দিন ছলা যায়।আম্মু আমায় যা বললেন তা শুনে আমার মন ভেজ্ঞে গেল।আম্মু বললেন আজ থেকে আর তকে আর কোনো টাকা দিবনা।তাই আজকের দিনটা আমার কাছে স্মরণীয়।
ফোর্সেস গোল ২০৩০ আসলে কী ?
ফোর্সেস গোল ২০৩০ (Forces Goal 2030) হল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত...