সেই দিনের কথা আজ অহ কি মনে পড়ে তোমায়, হয়তো পড়ে আবার নাও পড়তে পারে, কারণ তুমি তো এমন এই,তুমি যে কতটা ভুলা মনা মানুষ তা আমার থেকে ভাল কে জানে,যায় হোক সে দিনের পর থেকে আমার প্রতিটি কথা প্রতিটি মুহূর্ত খুব মনে পড়ে, কারণ অই দিন গুলো ছিল আমার জীবনের সেরা দিন গুলোর মাঝেই,
মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার কথা,অই মেলায়, যান অই দিন তোমায় দেখতে কেমন বাচ্চা বাচ্চা মনে হয়েছিল, আর লাল টি শাট তে তোমায় কেমন যেন অদ্ভুত মায়া লাগছিল, আমরা পুরো মেলায় ঘুরতে ঘুরতে কথা হয়েছিল শুধু,তুমি আমার দিকে একবার দেখলে অহ না,কেন জানি না,হয়তো আমার সাথে আমার বোনেরা ছেলে ছিল তাই হয়তো… কি জানি ঘুরার পর আমি চলে আসলাম,তুমি আবার কিছুক্ষণ পর বল্লে আর একবার আসবে প্লিজ. আমি অবাক হয়ে গিয়েছিলাম, কারন তুমিতো আমার দিকে একবার ফিরে অহ দেখেনি. যায় হোক আবার গেলাম তার কাছে,আবার মেলায় ডুকলাম,এই বার দেখি সে আমার হাতটা ধরে শক্ত করে ধরে হাটছে,কেমন যেন এক অনুভূতি, কেমন যেন ভাল লাগছে মনে হচ্ছে সপ্নের মাঝে আছি আমি,তারপর সে নিজের হাতে ফুসকা খেয়ে দিল,কেমন জানি সপ্নের মাঝে ছিলাম আমি..
তারপর ট্রেন এর রাস্তা ধরে দুই জনের পাশাপাশি হাত ধরে হাটার কথা,খুব মনে পড়ে গো,
সেই দিন গুলোর কথা,ভুলতে পারি না সেই দিন গুলোর কথা,সেই তুমি আজকের তুমি কতটা আলাদা, সেই দিনের সাথে আজকে তোমাকে মিলাতে বড় কষ্ট হয় আমার,
তখন কতটা আলাদা না ছিলে তুমি,অই দিন চলে যাওয়ার সময় আমায় বলে ছিলে পাপ করে ফেললাম আমরা তাই না,তবে এই দিনটা কথা কোন দিন ভুলবে না তুমি,কিন্তু আজ ঠিক এই ভুলে গেছ অই দিনের কথা…
মনে আছে অই দিন তুমি আমায় বলেছিলে এর পর অধিকার নিয়ে পাপ না হয় যেন সে ভাবে দেখা করবে,সত্যি তুমি তাই করেছিলে।এর পর টিক এই আমাদের বিয়ের দিন আমাদের দেখা হয়েছিল।
অই দিন তুমি আমায় প্রথম জরিয়ে ধরেছিলে, মনে আছে তোমার.
আসলে সেই দিন আমি বুঝি নাই বিয়ের আগের সাথে পরে দিন গুলোর এত অমিল হবে,মানতে কষ্ট হয় তবু মেনে নিয়েছি সব কিছু…..
বিয়ের পর থেকে তুমি দিনে দিনে কেমন জানি হতে লাগলে,অল্প কথায় রেগে যেতে,কথাই কথায় আমার উপর রাগ করতে, কেমন জানি এইটা তোমার স্বভাব এ পরিনত হল,কষ্ট হত তবু মেনে নিয়েছি… মাঝে মাঝে এমন মনে হত ভালবেসে বিয়ে করে হয়তো ভুল করেছি,কিন্তু তাতে কি কিছু করার নাই এখন আমার। মেনে নিতে হবে সব কিছু এখন আমার,নিজে ইচ্ছে তে তো সব কিছু হয়েছে. তাই কাওকে বলার মত কিছু নায়..
খোদা হাফেজ…