আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।এই পরিস্থিতি সকলে ঘরে থাকুন এবং সুস্থ থাকুন সেটাই কামনা।
পৃথিবীতে প্রত্যেকটি মানুষ তার নিজ নিজ কাজে ব্যস্ত।জীবনের একটা পর্যায়ে মানুষ তার প্রাতিষ্ঠানিক জীবনের যখন স্নৃতিচারণ করতে বসে তখন তার স্কুলজীবনের সেই স্নৃতি খুব মনে পরে। মানুষ যখন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়ে তখন এই সকল স্নৃতি নাড়া দেয় গভীর ভাবে।এক সময়ের সেই ছাত্রটিই বড় হয়ে চাকরী ক্ষেত্রে প্রবেশ করে। তখন ব্যস্ততা মানুষকে এতটাই নাড়া দেয় যে তখন সে চাইলেও আর সেই আগের জায়গায় ফিরে যেতে পারেনা। [ আড্ডা নিয়ে স্ট্যাটাস ]
আজও মনে পড়ে বন্ধুদের সেই আড্ডার কথা।আমার স্কুলজীবন কেটেছে লাকসামে, কলেজ জীবন কুমিল্লায় আর বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে ঢাকায়।স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয় জীবন ভিন্ন ভিন্ন জায়গায় থাকায় তাই বন্ধু বান্ধব এর সাথে সখ্যতা গড়ে ঊঠে বেশি।কিন্তু তখন সবার সাথে প্রতিষ্ঠান ছেড়ে আসার পর আর তেমন যোগাযোগ হয়ে উঠেনি।কিন্তু প্রযুক্তির কল্যাণের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে সকলের সাথে পুনরায় আবার যোগাযোগ হয়ে উঠে।আবার সেই দশ বছর সবার দেখা হয় হাতিরঝিল সেই দিনটি আমাদের সকলের জীবনের একটি বিশেষ দিন ছিল।
সেই থেকে মধুর ক্যান্টিন,৩০০ ফিট,ধানমণ্ডি লেক, রবিন্দ্র সরবর, সংসদ ভবন সকল জায়গায় আমাদের আড্ডার প্রধান কেন্দ্র হতে থাকে।আমাদের আড্ডার প্রধান কাজ ছিলো পূর্বের ঘটনার স্নৃতি চারণ করা সেই সাথে আগের কাহিনি নিয়ে একজন আরেকজনকে পচানো ছিলো প্রধান কাজ। আজও সেই আগের মতো আমাদের সকলের সেই বন্ধুত্ত টিকে আছে।সবাই সারা মাসজুড়ে ব্যস্ত থাকলেও মাসের এক দিনে অবশ্যই সবাই সবার জন্য ঠিক সময় বের করে নেয়।
আজও সেই আগের মতো একজনের বিপদে একজন পাশে এগিয়ে আসে।কারো বিপদ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।একজনের কষ্টে অন্যজন কষ্ট পায় আবার একজনের সুখে আরেকজন সুখ পায়।
আমাদের আড্ডা যে শুধুমাত্র মজা করা হয় তা কিন্তু নয়।বরং একজন একজনকে পচানো হয় আবার একজন আরেকজনের সাথে রাগ হয়।এসব কয়েকদিন পর আবার ঠিক হয়ে যায়।কারণ বন্ধুত্তে কোন রাগ থাকে না, থাকে না কোন বাধা।আমরা শুধু আড্ডা দেই তা কিন্তু নয় বরং বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মে লিপ্ত হই।বিভিন্ন উন্নয়ন কাজে সবাই এগিয়ে আসে বিভিন্ন উন্নয়নে।এক সময় যখন আর জীবনের ব্যবস্থা থাকে না পরিবারে আর ভালো লাগে না ঠিক তখনই বন্ধুত্ত হয়ে উঠতে পারে সকলের সাথী।
সামনে নতুন কোন বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
ঘরে থাকুন
সুস্থ থাকুন