আজ আমি লিখবো জীবনের লক্ষ্য নিয়ে কিছু কথা | মূলত ছোটবেলা থেকেই আমরা সবাই খুব জনপ্রিয় একটি পছন্দের রচনা শিখতে শিখতে বড় হয় সেটি হচ্ছে আমরা বড় হয়ে কি হতে চাই অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য | এবং সেই রচনার শিক্ষাটা শুধুমাত্র বুলি আওড়ানো এবং মুখস্ত করে পরীক্ষার খাতায় লিখার মধ্যেই সীমাবদ্ধ থাকে | আমাদের দেশে বিশেষ করে কেউই এই রচনার মূল বিষয়টি কাজে লাগাই না |
আমাদের দেশের অধিকাংশ ছেলেমেয়েকে ছোট থেকেই পরিবার থেকে চাপিয়ে দেয়া হয় তোমাকে ডাক্তার হতে হবে অথবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে অথবা তোমাকে অমুক বিষয়ে পড়তেই হবে |
তারা পরিবারের চাপিয়ে দেয়া সিদ্ধান্তটিকেই নিজের সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করে এবং সেটিকে নিজের লক্ষ্য হিসেবেই মনে পুষে বড় হয় | তারা কখনো জানতে পারে না তাদের মনের সুপ্ত ভাবনাটি কি ছিল| কখনই জানে পারেনা তাদের ভিতরের সুপ্ত প্রতিভা | তাদের ভিতরের সুপ্ত প্রতিভা সারা জীবনভর লুকায়িতই থাকে | এই সকল ছেলে মেয়ে কখনো জানে না তারা কি করতে ভালোবাসে | তাদের কোন বিষয়টি নিয়ে পড়তে বেশি ভালো লাগে |
জাপানে শিশুদেরকে শিশুবয়স থেকেই তাদের একটি খেলাররুম এ খেলতে দেয়া হয় | সেখানে বিভিন্ন রকম খেলনা থাকে | ক্রিকেট এর জন্য ব্যাট বল , ফুটবল , ছবি আকার জন্য রং পেন্সিল রঙিন কাগজ ইত্যাদি | এই সকল বাচ্চার বাবা মা ছোট থেকেই তাদের উপর লক্ষ্য রাখেন তারা কোন জিনিসটি নিয়ে বেশি খেলছে অথবা কোন জিনিসটিতে তারা বেশি আগ্রহ প্রকাশ করছে | এভাবেই জাপানের শিশুরা ছোট থেকে তাদের ভালোবাসার জিনিসগুলোর সাথে সাথে খেলতে খেলতে পরিচিত হয় | এবং খেলতে খেলতেই একসময় তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হয় | এবং সেটিকেই তারা একসময় জীবনের লক্ষ্য হিসেবে ধরে নেয় |
আমাদের দেশের প্রতিটি ঘরে প্রতিটা বাবামার উচিত ছোট থেকেই সন্তানের দিকে খেয়াল রাখা | তারা কি করতে ভালোবাসে | কোন বিষয়টি পড়তে ভালোবাসে সেটি জানতে বা বুঝতে তাকে সাহায্য করা | কখনো নিজেদের নেয়া সিদ্ধান্তকে সন্তানের উপর জোর করে চাপিয়ে না দেয়া | সন্তানের যে কোনো ছোট ছোট বিষয়গুলোকে তাদের উৎসাহ দেয়া | শিক্ষকরাও তাদের ছাত্রছাত্রীদের এই বিষয়ে পূর্ণ রূপে সাহায্য করতে পারেন |
পরিশেষে বলতে চাই জোর করে নেয়া সিদ্ধান্ত কখনোই ভালো হয়না আর সেটি যদি জীবনের লক্ষ্য হয় তাহলে তো আরোই নয় | তাই যে কাজটি করতে আপনি ভালোবাসেন সেই কাজটিকেই আপনি জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিন | মনে রাখবেন আপনার ভালোবাসার কাজটি যতই ছোট হোক না কেন সেটির সাফল্য আসবে আপনার জীবনে অনেক বড় হয়ে |