আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।আমিও ভাল আছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে একটি ওয়েবসাইটকে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে গুগল সার্চ ইঞ্জিনের প্রথম রেংকিংএ আনবেন। তো চলুন শুরু করা যাক।
আপনি যদি একটি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা থাকে তাহলে ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড লগইন করুন এবং সেখান থেকে প্লাগিন অপশন সিলেক্ট করুন। তারপর অ্যাড নিউ তারপর সার্চ অপশনে গিয়ে টাইপ করুন yoast seo তারপর ইন্সটল এবং এক্টিভেট।
প্লাগিনটি ইন্সটল করার পর ওয়েবসাইটের ব্যাক এন্ড এসইও নামে নতুন একটি অপশন যুক্ত হবে সেখান থেকে জেনারেল অপশন সিলেক্ট করুন। তারপর ফিউচার অপশনে সবগুলো আইকন অন করে দিন। গুগলের প্রথম পেজে আপনার ওয়েবসাইট আনতে হলে প্রথমে আপনাকে আপনার ওয়েবসাইটটি গুগল ওয়েবমাস্টার টুল এর সাথে কানেক্ট করতে হবে। এর জন্য ওয়েবমাস্টার টুল সিলেক্ট করুন এবং সেখান থেকে গুগোল অপসন সিলেক্ট করুন।
সেখান থেকে গুগল সার্চ কনসোল সিলেক্ট করুন ওখানে ক্লিক করলে আপনাদেরকে গুগল ওয়েবমাস্টার টুল নিয়ে যাবে এবং সেখান থেকে আপনার ওয়েবসাইটটি কে গুগল ওয়েবমাস্টার টুল এর সাথে কানেক্ট করতে হবে।
গুগল সার্চ কনসোল সিলেক্ট করার পর এইচটিএমএল ট্যাগ সিলেক্ট করুন এবং সেখান থেকে কনটেন্ট এর ভিতর যে কোড আছে সেটি কপি করে গুগোল ভেরিফিকেশন অপশন এ পেস্ট করুন তারপর ভেরিফাই এ ক্লিক করুন। তাহলে আপনার ওয়েবসাইটটি ভেরিফাই হয়ে যাবে। এখন গুগল থেকে গুগল ওয়েবমাস্টার রিসোর্স সার্চ করুন এবং সেখান থেকে ড্রপডাউন মেনু সিলেক্ট করুন তারপর এর প্রপার্টি সিলেক্ট করুন।
সেখানে ইউআরএল প্রোফাইল এ ওয়েবসাইট ডোমেইন নেইম টাইপ করুন এবং কন্টিনুয়ে তে ক্লিক করুন।
তারপর গো টু প্রোপার্টি সিলেক্ট করুন সেখান থেকে আপনার ওয়েবসাইট ইউআরএলটি সাইট ম্যাপ সাবমিট দিতে হবে এর জন্য সাইটম্যাপ অপশনে যান এবং সেখান থেকে আপনার সাইট ম্যাপ ইউআরএলটি সাবমিট করুন তাহলেই আপনার ওয়েবসাইটটি গুগল ওয়েবমাস্টার টুল এর সাথে সম্পূর্ণ কানেক্ট হয়ে যাবে।
আজ এ পর্যন্তই।দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।