-এই পৃথিবীর প্রতিটা মানুষই অভিনয় করে,কেউ নিজের সাথে করে,আর কেউ অন্যের সাথে।আমরা ভালোবাসতে জানি,কিন্তু কাকে ভালোবাসবো সেইটা নির্বাচন করতে ভুল করি।খুব সহজেই ভুল মানুষের প্রেমে পরে যাই।ভালো লাগা থেকে প্রেম হয়,কিন্তু ভালোবাসা নয়।ভালোবাসা আর ভালো লাগা দুইটা জিনিস কিন্তু এক নয়।তবে ভালো লাগা প্রেম,দায়িত্ব, অধিকার,বিশ্বাস,এ সবকিছু মিলিয়ে একটা সময় ভালোবাসার সৃষ্টি হয়।
মুখে আমরা হাজার বার ভালোবাসি ভালোবাসি বলতে পারি।কিন্তু কোনটা প্রেম আর কোনটা ভালোবাসা সেইটা আমরা বুঝতে ভুল করি।প্রেম হচ্ছে কিছুটা মোহ,যা একটু পরেই কেটে যায়।কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস কারো প্রতি একবার আকৃষ্ট হলে,তাকে আর চাইলে ও ভুলা যায় না।প্রায় সবকিছুই দিন তারিখ ঠিক করে করা যায়।কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস এটা কখন কিভাবে হয়ে যায়,কেউই বলতে পারে না।
ভালোবাসার নিদিষ্ট কোনো সঙ্গা নেই।তবে কাউকে বিশ্বাস ভরসা আস্থা এই সব মিলিয়ে হয় ভালোবাসা।পরস্পরের প্রতি আস্থা, একে অপরকে ভালো রাখার দায়িত্ব নিলেই একটা সুষ্ঠু সুন্দর সম্পর্ক গড়ে উঠে।যে ভালোবাসায় পরস্পর পরস্পরকে হারানোর ভয়ে নিরবে অশ্রু জড়ায়,সেই ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না।সেই ভালোবাসার মতো পবিএ ভালোবাসা দ্বিতীয় ভালোবাসা আর একটা ও হতে পারে না।
ভালোবাসা হলো হৃদয়ের গহীনের এক অনুভূতি। যেই অনুভূতি সবার জন্য তৈরি হয় না।আর যার জন্য তৈরি হয়,তাকে সারা জীবনে ও ভুলা যায় না।ভালোবাসার অনুভূতি গুলো কখনো মুখে বলে বুঝানো যায় না,এটি শুধুই অনুভব করতে হয়।ভালোবাসা মানে হাজারো ঝগড়া হলে ও ছোট একটা সরি বলে সবকিছু ভুলে গিয়ে,প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নেওয়া।
কারো কাছ থেকে বার বার বিদাই নিয়ে,চলে যাচ্ছি, চলে যাচ্ছি, বলা মানে এই নয় যে আমি চলে যেতে চাচ্ছি। এর মানে হচ্ছে আমি চলে যেতে চাচ্ছি তুমি আমায় আটকিয়ে রাখো।কি অদ্ভুত তাই না।চলে যেতে না চাইলে ও মাঝে মাঝে চলে যেতে হয়।একা পথ চলতে হয়।জীবনে কেউ কারো আপন নয়।এমন কি নিজের ছায়াটা ও না।কাউকে খুব সহজে আপন করতে নেই।কারন আপনি যাকে আপন ভেবে মনের মাঝে জায়গা দিবেন।সেই মানুষটা ই একটা সময় আপনাকে কষ্টের পাহাড় উপহার দিবে।আপনাকে নদীর স্রোতের মতো ভাসিয়ে দিয়ে চলে যাবে।জীবনে যতদিন একা থাকবেন ততদিন ই ভালো থাকবেন।যখন কারো সাথে নিজের জীবনটা জড়িয়ে নিবেন।তখনই কোনো না কোনো কারনে আপনি আর আগের মতো ভালো থাকতে পারবেন না।এটাই বাস্তব।
Nice..
Nice
acca acca
Nice Post
Hummmm
Gd
good
সেই দিনগুলো নেই রে ভাই …!!
Tai
Thik ache
Yes
Good
Nic
nice
hmmmmmmm
hmm
Wow
Hmmm
nice
Well done
Really amazing post
Nice
nc
gd