আচ্ছা আপনারা কি জানেন মহাকাশে কয়টি নক্ষত্র রয়েছে।আমরা অনেকেই মনে করি মহাকাশে একটি নক্ষত্র রয়েছে সূর্য । আসলে নক্ষত্রের কোন নির্দিষ্ট ধারণা করা অসম্ভব। আমার মনে হয় এমন কোন ক্যালকুলেটর এখনো আবিষ্কার হয়নি যেখানে শুধু নক্ষত্রের হিসাব করা যাবে।মহাবিশ্বের অনেক গ্রহ নক্ষত্র রয়েছে এর মধ্যে কোনগ্রহে প্রাণের বসবাস থাকতে পারে।চলুন আজকে আমরা একটি নতুন গ্রহ নিয়ে কথা বলবো। গ্রহটি হচ্ছে ‘টিওআই ৭০০ডি’ কয়েকদিন আগে NASA একটি তথ্য দিয়েছে যে পৃথিবীর মতো নাকি আরেকটি গ্রহ রয়েছে যা পৃথিবী থেকে ১০০ আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ হচ্ছে আলো এক বছরের যে দূরত্ব অতিক্রম করে ।মনে রাখতে হবে আলো এক সেকেন্ডে ৩০০০০০ কিলোমিটার যায় ।চলেন জেনে আসি এই গ্রহ সম্পর্কে। NASA দাবি করে এই গ্রহে পানি থাকতে পারে ।২০১৮ সালে উৎক্ষেপণ করা নাসার কৃত্রিম উপগ্রহ এই গ্রহ আবিষ্কার করেন। বিজ্ঞানীরা বলেছেন টিওআই ৭০০ নামে একটি নক্ষত্র ও তাকে প্রদক্ষিণরত তিনটি গ্রহ আবিষ্কার করেছে এই কৃত্রিম উপগ্রহ। এর মধ্যে ‘টিওআই ৭০০ডি’ নিজের নক্ষত্রটিকে এমন দূরত্ব থেকে প্রদক্ষিণ করছে যা ঐ সৌরমন্ডল এর যোগ্য অঞ্চল হওয়ার সম্ভাবনা রয়েছে। সূর্যের সাথে দূরত্বের বিবেচনায় এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা যে এই গ্রহে তরল পানির অস্তিত্ব থাকা সম্ভব। নাসা বলছে টিওআই ৭০০ সূর্যের চেয়ে ৪০ শতাংশ ছোট উত্তাপ সূর্যের অর্ধেক ।আর টিওআই ৭০০ডি পৃথিবীর চেয়ে ২০ শতাংশ বড় এবং ৩৭ দিনের নিজের নক্ষত্র কে একবার প্রদক্ষিণ করে এছাড়া পৃথিবী সূর্য থেকে যে শক্তি পায় তার তার ৮৬ শতাংশ শক্তি ওই গ্রহ তার নক্ষত্র থেকে পায়।তাই বলা যায় এই গ্রয়ে মানুষ বসবাস করতে পারবে।কিন্তু দূরত্বের দিক থেকে অনেক দূর বা আমাদের অখানে যাওয়া প্রায় অসম্ভব।কারন আমাদের গড় আয়ু এই ১০০ আলোকবর্ষর থেকেও কম।
সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন।