আসসালামু আলাইকু সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন,তো আজ আমি আপনাদের সাথে কলেজ স্যারের লেখা কবিতা শেয়ার করব আশা করি সবার ভালো লাগে
টি.এম. হালিম রেজা কলেজ স্যার
মশাতঙ্ক
পাঠ্য:
এই দেশেতে যত মশা ঢাকার মধ্যে সবচে খাসা, আবর্জনার এই নগরে সবখানেতে তাদের বাসা। আহা কী আনন্দ, মশার রাজ্য মানবজাতি প্রজা,
মশক নিধন দিবস চাইলে পাবে ভীষণ সাজা। ভাবুক মশা তাই তো ভাবে দেশটা শুধুই আমার, রক্ত যাবো মানবদেহের গড়বো রোগের খামার। যোদ্ধা মশা করছে মিছিল রক্ত চাই, রক্ত, কামড়ে দেবো, যে বেটারা রাজাকারের ভক্ত।
নায়ক মশা ছুটছে কেবা রক্ত নেশার আশে, ভিলেন মশা প্রেমিক সেজে গালে গিয়ে বসে। লাজুক মশা ঝিমায় শুধু কামড়াতে ভয় পায়, গায়ক মশা কানের কাছে গুনগুনিয়ে গায়।
সন্ত্রাসী মশা কামড়ায় দিনে চোর মশাতে রাতে, মশার তাওব এ দেশ থেকে যায় না কোনো মতে। মশার বিস্তার এই দেশেতে রোহিঙ্গাদের মতো, দেশটা মশায় ছেয়ে গেছে নিয়েছে প্রাণ কত।
অতিষ্ঠ আজ মানবজীবন মশার কামড় খেয়ে, সিডর, আইলার পরে এবার মশা আসছে ধেয়ে। মশা না-কি মহামারি লোকমুখে তাই শুনি, সর্বাঙ্গ ব্যথায় কাতর, জ্বরটা চিকনগুনি ৷৷
অ্যানোফিলিস স্ত্রী মশা বলবো কী আর কথা, কামড়ে দিলেই ম্যালেরিয়া ভীষণ মাথা ব্যথা।। এডিস না-কি লেডিস মশা কামড়ে দিলেই ডেঙ্গু,
প্রাণভয়ে তাই ছুটছে সবাই নইলে জীবন পঙ্গু। মশার জন্য কত ভয় সারা দেশময়, মশা মারতে কামানটা দাগাবে নিশ্চয়।
আতঙ্ক আজ দেশটা জুড়ে মশা সর্বনাশা,
মশার রাজ্যে নেইকো আর প্রাণে বাঁচার আশা। আসছে ওষুধ বিমানযোগে, মশা মারতে কামান লাগে, নিজ আঙ্গিনা নিজ দায়িত্বে পরিষ্কার রাখি সবার আগে। মশার বংশ হবেই ধ্বংস এর বিকল্প নাই,
মানবজীবন টিকিয়ে রাখতে – হাঁ) সচেতন সবাই।,, ,
আশা করি সবার ভালো লেগেছে স্যারের কবিতা টা
ভালো লাগলে শেয়ার করুন