Cheap price backlink from grathor: info@grathor.com

আসুন জেনে নেই বাসায় ব্যবহারকৃত গ্যাস সিলিন্ডারের মেয়াদোত্তীর্ন্নর তারিখটি

আজকে এমন কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো যার মাধমে আপনারা বুঝতে পারবেন আপনাদের বাসার ব্যবহারকৃত গ্যাস সিলিন্ডারটির মেয়াদ শেষ নাকি শেষ হবার পথে | যদি মেয়াদোত্তীর্ন্ন গ্যাস সিলিন্ডার বাসায় রেখে দেন তাহলে মনে রাখবেন আপনি নিজেই খাল কেটে কুমির নিজের ঘরে আনবেন | কারণ মেয়াদ শেষ হয়ে যাওয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা | এর আগেও গ্যাসের চুলা ব্যবহারের কিছু সতর্কতা নিয়ে আমি grauthor এ পোস্ট লিখেছিলাম এর একটাই কারণ ইদানিং সময়ে অনেক বেশি গ্যাসের চুলা থেকে অসতর্কতাবশত আগুন ধরে ঘটছে মারাত্মক দুর্ঘটনা বিশেষ করে বাসা বাড়িতে অথবা বস্তিগুলোতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রাণ হারাচ্ছে অনেকেই |

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটার প্রধান কারণ হলো, অনেকেই জানেন না প্রতিটি গ্যাস সিলিন্ডার এর গায়ে মেয়াদ কবে শেষ সেই তারিখটি দেয়া থাকে| আবার অনেকেই জেনে থাকলেও সেটি বিশেষ আমলে নেন না বা লেখাটি বুঝতে পারেন না | আসুন জেনে নেই কিভাবে বুঝবো আমরা যে গ্যাস সিলিন্ডারের ডেটটি এক্সপায়ার হয়েছে |

প্রতিটি গ্যাস সিলিন্ডারের গায়ে A অথবা B অথবা C অথবা D এমন লেটার গুলো দেয়া থাকে এবং লেখাটি কালো কালি দিয়ে লেখা থাকে | এখন প্রশ্ন হলো এই অক্ষরগুলো দিয়ে আসলে কি বুঝায় | এই অক্ষরগুলো দিয়ে তিনটি মাস বুঝায়| যেমন ধরুন আপনার গ্যাস সিলিন্ডার এর গায়ে A লেখা আছে এর মানে হলো আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ জানুয়ারী,ফেব্রুয়ারী এবং মার্চ পর্যন্ত | আবার যদি B লেখা থাকে তাহলে বুঝতে হবে গ্যাস সিলিন্ডারের মেয়াদ এপ্রিল, মে এবং জুন এভাবে C দিয়ে পরের তিন মাস যেমন জুলাই,অগাস্ট এবং সেপ্টেম্বর বোঝানো হয় আর D দিয়ে অক্টোবর,নভেম্বর এবং ডিসেম্বরকে বোঝানো হয় | এভাবে ৪টি লেটার দিয়ে পর্যায়ক্রমিকভাবে ৩ মাস করে করে ১২টি মাস বোঝানো হয়ে থাকে | এবং অক্ষরের শেষের নম্বর টি দিয়ে বছর বোঝানো হয় যেমন ধরুন যদি থাকে D18 এর মানে হলো গ্যাস সিলিন্ডার এর মেয়াদ আছে ১৮ সালের অক্টোবর,নভেম্বর এবং ডিসেম্বর |

তবে জায়গাভেদে এই লেখাগুলো ভিন্ন হতে পারে | তাই সকলের উচিত দোকান থেকে কেনার সময় গ্যাস সিলিন্ডার এর মেয়াদোত্তীর্ন্নর তারিখটি জেনে নেয়া |

Related Posts

8 Comments

  1. ইন্টারনেট cookies আমাদের জন্য কতটা উপকারীhttps://grathor.com/%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%87%e0%a6%9f-cookies-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%95%e0%a6%a4/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No