শুরুতেই সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন।
যে গল্পটি আমি তুলে ধরতে যাচ্ছি এটি আমার সংগ্রহ একটি গল্প, দয়াকরে যদি কোনো ভুল ক্রুটি হয় তাহলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।
আমি যে গল্পটি বলতে চাচ্ছি সেটি চীনের এক হুনান প্রদেশের পেং সুইলিন নামক এক ব্যক্তির জীবনকাহিনী।
পেং সুইলিন চীনের এক মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহন করেন। ১৯৯৫ সালে একটি মালবাহী ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে গেলে তিনি তার শরীরের অর্ধেক অংশ হারিয়ে ফেলেন।
তারপরও তিনি বেঁচে থাকার আশা ছাড়েননি। দুবছর ধরে ধারাবহিকভাবে চলে তার একের পর এক অপারেশন। এরপর তিনি সুস্হ হয়ে হাসপাতার ছাড়েন। এরপর নিজের অর্ধেক অংশ হারানোর পরও তিনি কখনো তিনি নিজের আত্মবিশ্বাস হারাননি।
যে হাসপাতালে তার চিকিৎসা হয় সেখানকার ডাক্তাররা বিস্মিত হয়ে যায়। যে হাসপাতালে তার চিকিৎসা হয় সেখানকার সার্জারি বিভাগের প্রধান জানান যে পেং সুইলিন আসলে একজন বিস্মকর মানুষ, শরীরের এতবড় অংশ হারিয়ে তিনি পৃথিবীতে বেঁচে আছেন এমন মানুষ তিনি একজনই। তার বেঁচে থাকার আদম্য ইচ্ছাশক্তি আর সাহসের জন্যই এটা সম্ভব হয়েছে।
এই ব্যাক্তিই সেই প্রদেশে পরিচিত হন ” অর্ধেক মানুষ” (হাফম্যান) নামে। তিনি বোঝা হয়ে বেঁচে না থেকে তিনি নিজের নামে একটি সুপার মার্কেট খুলেন। মার্কেটটির নাম দেন ” হাফম্যান- হাফ প্রাইজ স্টোর “।
এরপর তাকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। এভাবে তিনি সেখানকার একজন নামকরা বিজনেস হয়ে যান।
সত্যিই অসাধারণ! যুগে যুগে এমন হাফম্যানরাই আমাদের অনুপ্রেরণা দিয়ে যায়-অদম্য সাহস আর মনের জর দিয়ে অজয়কে জয় করতে।