Cheap price backlink from grathor: info@grathor.com

আসুন সারাজীবনের জন্য না হোক ক্ষনিকের জন্য ওদের হাসির কারণ হই সবাই

রাস্তা দিয়ে আসতে আসতে প্রায় সময় তাকিয়ে থাকি সেই বাচ্চাগুলোর দিকে | কি মায়া ভরা মুখ | চোখের দিকে তাকালেই মন ভরে যায় মায়ায় ভরা চাহনি দেখে | কখনই কি এদের চোখের দিকে তাকিয়ে চিন্তা করেছেন কত মায়ায় ভরা চাহনি হতে পারে একটি শিশুর |

হ্যা আমি রাস্তায় সেই পথচারী শিশুটির  কথা  বলছি | সেই বাচ্চাটির সৌন্দর্য কিন্তু আপনার পাশে গাড়িতে বসে থাকা শিশুটির থেকে কোনো অংশে কম নয় | কিন্তু জন্মের তরে আজ তাদের বসবাস রাস্তায় | মুখে হাজারো সৌন্দর্য যেন ময়লার ভিড়ে চাপা পড়ে যায় এদের | গায়ে ময়লা জামা কিন্তু চোখে বড় হবার স্বপ্ন | এদের মধ্যে কেউ কেউ হয়তো টোকাই,কেউ কেউ বা ফুল বিক্রেতা , কেউ কেউ হয়তো আপনার গাড়িটি দেখলে ছুটে এসে পরিষ্কার করে দিয়ে যায় কিছু টাকার আশায় | কতটা অন্ধকারের মাঝে একটা মানুষের জীবন হতে পারে এবং সেই অন্ধকারের মাঝেও যে একটা কোমল মন কতটুকু রঙিন স্বপ্ন বুনতে পারে আপনি শুধু এদের সাথে একদিন কথা বললেই অনুভব করতে পারবেন |

ঝুঁকিময় জীবনের মাঝেও তাদের হাজারো স্বপ্ন | যেটা আমাদের বড় ঘরের ছেলে মেয়েরাও অনেক সময় চিন্তাও করতে পারেনা | আপনার একটু সহানুভূতিতে ওদের চোখ গুলো চিকচিক করে উঠবে খুশিতে |

যেখানে এই স্বার্থপর দুনিয়াতে আপনি মানুষের জন্য হাজার করেও মন পাবেন না | সেখানে আপনার একটু সহানুভুতিতেই তারা কৃতজ্ঞতার দৃষ্টিতে আপনার দিকে মায়ায় ভরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে |

শুধু এটাই ভাবি আমরা আমাদের সন্তানদের এক মুহূর্তের জন্য রাস্তায় একা ছাড়ি না | আর আমাদের সন্তানের সমবয়সী শিশুগুলোর জীবনই কাটে রাস্তায় নোংরা এবং বিপদজনক পরিবেশে | এই শিশুগুলো তাদের জীবনের মূল্য আসলে কোথায় গেলে পাবে বলতে পারেন কি |

গাড়ি ছুটে চলে আসে আমার দৃষ্টিগুলো পিছেই রয়ে যায় ওই মায়ায় ভরা মুখগুলোর দিকে | সবার কাছে শুধু এতটুকুই চাওয়া আমরা যে যতটুকু পারবো সবসময় ওদের পাশে দাঁড়াবো | ওদের ছোট ছোট চাওয়া গুলো কখনো ফিরিয়ে দিবোনা | সারাজীবনের জন্য না হোক ক্ষনিকের জন্য ওদের হাসির কারণ হবো

Related Posts

5 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply

Press OK to receive new updates from Firstsheba OK No