ইংরেজি ভাষাটা আর্ন্তরজাতিক ভাষা হওয়ায় এর গুরুত্বটা অনেক।বর্তমান বিশ্বে সাধারণ ভিডিও গেমেস খেলতে হলেও ইংরেজি ভাষা জানা প্রয়োজন তাছাড়া ভিডিও গেমস খেলা বা গেমিং করা সম্ভব নয়।শুধু গেমিংস এর জন্য নয় চাকরি করা কিনবা সামাজিক যোগাযোগমাধ্যমে আসার জন্য হলেও ইংরেজি ভাষা জানা প্রয়োজন হয়।ইংরেজি ভাষায় কথা বলা খুবই সহজ যদি তা আপনি পারেন। তবে সবাই তা নাও পারতে পারে।তাই ইংরেজি ভাষায় কিভাবে কথা বলতে হয় তা নিয়ে কিছু কথা।7 ইংরেজি ভাষায় কথা বলার জন্য বা ইংরেজি ভাষা শিখার জন্য আমরা ছোট থেকেই ইংরেজি অনেক বই পরে এসেছি।কিন্তু আমারা এই সব ইংরেজি বই থেকে কিছু না শিখে বরং তা শুধু মুখস্থ করে আসছি। এটা অবশ্য আমাদের দোষ নয় কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এইভাবেই শিখিয়ে আসছে।
ইংরেজিতে কথা বলতে না পারাটা স্বাভাবিক। কিন্তু চেষ্টা না করাটা মোটেও ঠিক না।ইংরেজিতে কথা বলার জন্য আমাদের 4 টা বিষয় প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে
-
ইংরেজি বই পড়া। এখানে বই পড়া বলতে বঝাতে চেয়েছি বেশি বেশি করে ইংরেজি রিডিং পড়া। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার গল্পের বই, উপন্যাস, ইতিহাস কিংবা ইংরেজি খবর ও পরতে পারেন।
-
ইংরেজি লেখা। ইংরেজি শিখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইংরেজি বেশি বেশি করে ইংরেজি লেখা। এর মাধ্যমে আপনি সহজেই ইংরেজি ভাষার গঠন আয়ত্ত করতে পারবেন।এবং সহজেই ইংরেজি ভাষায় লেখা যেকোন বাক্য বুঝতে পারবেন।তাই বেশি বেশি করে ইংরেজি লিখতে হবে।
-
ইংরেজি ভাষা শ্রবণ করা। যেকোনো ভাষা সহজে শিখার উপায় হলো তা বেশি করে শ্রবণ করা।এতে করে আমাদের মসতিষ্ক দ্রুত তা শিখে নেয়।প্রথমে বুঝতে অসুবিধা হলে subtitle ব্যবহার করে শ্রবণ করতে পারেন।এতে করে ধীরে ধীরে আপনি এতে অভিজ্ঞ হয়ে যাবেন।
-
ইংরেজিতে কথা বলা।ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে অবশ্যই ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে।এতে করে আপনার জরতা কেটে যাবে। এক্ষেত্রে আপনাকে লজ্জা পরিহার করতে হবে। যদি কেউ আপনার সাথে ইংরেজিতে কথা বলতে না চায় তবে আয়নার সামনে দাঁড়িয়ে একা একা এ অনুশীলন করুন।
এই 4 টি বিষয় যদি আপনি প্রতিদিন অনুশীলন করতে পারেন তবে আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন।ইংরেজিতে কথা বলা বা শিখার জন্য অনেক বই পাবেন কিন্তু বাস্তবে তা অধ্যায়ন না করলে আপনি কখনোই ইংরেজিতে কথা বলতে পারবেন না।তাই প্রতিদিন আপনাকে অনুশীলন করতে হবে।
এছাড়া যদি আপনি আপনার ইংরেজি এর writting skill যাচাই করতে চান তবে গুগল থেকে “সিমসিমি” নামক অ্যাপটি ব্যবহার করতে পারেন।
ইংরেজিতে এক্সপার্টদের মতো কথা বলতে চাইলে বিভিন্ন online classes থেকে বিভিন্ন পদ্ধতি শিখতে পারেন।
- 10 minuteschool.com
- Khan Academy.com
- Online sohopathi.com
ইত্যাদি website থেকে শিখতে পারবেন।এইসব website আপনাকে বিনামূল্যে শিখিয়ে দিবে।তবে মুলত আপনাকেই মূল কাজ করতে হবে।
এর পাশাপাশি বিভিন্ন অনলাইন গেমস,অনলাইন নিউজ, ভিডিও দেখেও ইংরেজি খুব সহজে বুঝতে পারবেন।
বর্তমানে ইংরেজিতে দক্ষতা ছাড়া চলাটা খুব কষ্টকর।বর্তমানে ইংরেজিতে যারা যত দক্ষ তারা তত বেশি কাজের সুঝোগ পায়।আর আউটসোর্সিং করার জন্য ইংরেজিতে দক্ষতা প্রয়োজন। তাই সবার ইংরেজি শিখা দরকার।