প্রায় কাছাকাছি অর্থের এই বাক্যগুলোকে ইংরেজিতে translate করুন। এবার মুখস্থ করে বেশি বেশি বলার অভ্যাস গড়ে তুলুন। ইনশাআল্লাহ, ইংরেজি বলতে আপনি পারবেনই।
মায়ের ভালোবাসা – The love of mother
মায়ের ইচ্ছা – ?
তাদের সবাই – all of them
তাদের কেউ কেউ – ?
ছেলেগুলির মধ্যে একজন – One of the boys
ছেলেগুলির মধ্যে কয়েকজন – ?
হাঁটার সময় – The time of walking
বাজার করার সময় -?
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান – The president of Bangladesh
বাংলাদেশের শিক্ষক সমাজ – ?
তাদের সবাই – all of them
তাদের দশজন – ?
শিক্ষকদের সবাই – ?
জুলাইয়ের ১ তারিখ – The first of July
জুলাইয়ের ২ তারিখে – ?
তারা শুরু করেছে- They have started
সবাই শুরু করেছে-?
আমি কাজটি করি – I do the work.
আমি নিজে কাজটি করি – —?
আমি কাজটি করতে পারি না – I cannot do the work.
সেও কাজটি করতে পারে না – —–?
আরও কিছু কৌশল রপ্ত করুনঃ
নিচের বাক্যগুলোর আলোকে শতশত বাক্য বানিয়ে পড়া যায়। তবে কিভাবে…
যদি করি – করতাম – করিয়া থাকতাম।
যদি কর – করতে – করিয়া থাকতে।
যদি করে – করত- করিয়া থাকত।
যদি পড়ি – পড়তাম – পড়িয়া থাকতাম।
যদি পড় – পড়তে – পড়িয়া থাকতে।
যদি পড়ে – পড়ত- পড়িয়া থাকত।
যদি যাই – যাইতাম – গিয়া থাকতাম।
যদি যাও – যাইতে – গিয়া থাকতে।
যদি যায় – যাইত – গিয়া থাকত।
যদি শুনি – শুনতাম – শুনিয়া থাকতাম।
যদি শুন – শুনতে – শুনিয়া থাকতে।
যদি শুনে – শুনত – শুনিয়া থাকত।
যদি হই – হইতাম – হইয়া থাকতাম।
যদি হও – হইতা – হইয়া থাকতা।
যদি হয় – হইত – হইয়া থাকত।
যদি থাকে – থাকত – রয়ে থাকত।
ইনশাআল্লাহ, এভাবে চেষ্টা করতে করতেই হয়ে যাবে। শুরু করুন আজ, এক্ষুনি। ইংরেজি শিখুন, বাস্তব জীবনে সফল হবেন। নিজে শিখুন এবং অপরকে শেখানোর চেষ্টা করুন।