বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ এ বল এবং ফিল্ডিংয়ের ব্যর্থতায় বড় ধরনের লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে। গতকাল কার্ডিফে ইংল্যান্ড-বাংলাদেশ মাচে বাংলাদেশ ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরে যায়।
টসে জিতে বাংলাদেশ প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে নামায়। শুরুতে ইংল্যান্ড কিছুটা ব্যাটিং বিপর্যয়ে থাকলেও পঞ্চম ওভারের পর থেকে দ্রুত রান তুলতে থাকে। ইংল্যান্ড টিম ৩৮৬ রানের একটি সুন্দর ইনিংস উপহার দিয়ে মাঠ ছাড়ে।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরু থেকেই ভালো করতে পারেনি। বাংলাদেশ ২৮০ রানে ৪৮ ওভার ৫ বলে সবকটি উইকেট হারায়। দলের অন্যতম তারকা খেলোয়াড় সাকিব আল হাসান জয়ের সংগ্রামে কিছুটা হলেও আশা দেখাতে সক্ষম হয়েছিল। সাকিব ৯৫ বলে তার ক্যারিয়ারের ৮ম শতক রান তুলে নেয়। গতকাল সাকিব আল হাসান ১২১ রানে আউট হন। তিনি ১২ টি চার ও একটি ছক্কা উপহার দেন।
সাকিব আল হাসান বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে শত রান করার গৌরব অর্জনকারী দ্বিতীয় ব্যাটসম্যান। এর আগে ২০১৫ সালে মাহমুদুল্লাহ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে দুটি শতরানের ইনিংস উপহার দিয়েছিলেন।
Mohammad Saifuddin’s name withdrawn from the Bangladesh squad
Mohammad Saifuddin was a strong contender in the Bangladesh T20 World Cup squad. BCB even sent the squad list to...