ইউটিউব চ্যানেল ভেরিফাই ও মনিটাইজেশন নিয়ে কিছু কথা: খুব ছোট করে লিখব আসা করি বড় বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বর্তমান এই দুইটা বিষয় সমন্ধে । ১. চ্যানেলে কপিরাইট ভিডিও আছে, ২. কোন কপিরাইট স্ট্রাইক এবং কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নাই, ৩. চ্যানেল ভেরিফাই হয়েছে ১৫-২০ দিন হবে। আপিল করার পর ভেরিফাই করতে সময় নিয়েছে ৭ দিন, ৪. প্লে-বাটন এর জন্য ইউটিউব নিজ থেকে মেইল করেছিল, বলেছে চ্যানেল যোগ্য হলে জানাবে। পরবর্তীতে জানিয়েছে চ্যানেল প্লে-বাটন পাবে না, কারন তারা সব ক্রেটরকে এবং সব চ্যানেল কে দিতে বাধ্য না, ৫. চ্যানেল মনিটাইজেশন এখনোও পায়নি, যুদ্ধ চলছে ৬-৭ মাস আগে থেকেই। বলতে পারেন শুরুর দিক থেকেই। আসল কথা অর্থাৎ মেইন টপিকঃ ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না ঠিকই কিন্তু যাদের ১০০,০০০ সাবস্কাইব হয়েছে তাদের ভেরিফাই ঠিকই দিচ্ছে তাই দেখা যাক আগামী মাসের শেষ নাগাদ কি হয়। তবে হ্যা ইউটিউব কিছু কিছু চ্যানেল কে মনিটাইজেশন দিয়েছে এটা দেখতে আপনি তাদের অফিশিয়াল হেল্প ফোরাম থেকে ঘুরে আসতে পারেন এবং নিজ চোখে দেখতে পারেন আর হ্যা যারা মনিটাইজেশন পেয়েছিল তাদের ১,০০০ সাব এবং ৪,০০০ ঘণ্টার সব কিছুই অধিক ছিল। আমি চাই বাংলাদেশের সকল ইউটুবাররা সফল হোক এর জন্য আগে কিছুদিন সময় নিয়ে ইউটিউব এর নিয়ম সম্পর্ক জানুন এবং পারলে অভিজ্ঞদের থেকে সহায়তা নিন। ইউটিউবে সফলতা পেতে হলে অবশ্যই সেই লেভেল এর ধৈয্য আপনার থাকতেই হবে এবং ভালো মানের কন্টেন্ট বানানো শিখতে হবে। কারোর জন্য ইউটিউব সাকসেস কিছুইনা আবার কারোর জন্য অনেক অনেক কিছু। কথা গুলো শেয়ার করলাম এজন্য আমি চাই বাংলাদেশ ইউটিউবে যেন সেই লেভেল এর সাকসেস পায় আর আমাদের কাছে কোন কিছুই অসম্ভব না, আমি নিজে মনে প্রানে বিশাস করি। আবারো কোন নতুন হাইডেন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে, সেখানে থাকবে ২০ টা ভিডিও দিয়ে ১,০০০ সাব ও ৪,০০০ ঘন্টা অতিক্রম করার কথা মাত্র ২ থেকে ৩ মাসের মধ্যে বাংলা কনটেন্ট নিয়ে পশু পাখি রিলেটেড সেই পরযন্ত ভালো থাকবেন সবাই। Happy YouTubing ✌
খুব সহজে ওয়েবসাইট থেকে আয় করার ৪ টি উপায়-
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। সেই কামনাই করি। আজকাল পৃথিবীর অনেক অনেক মানুষ অনেক পদ্ধতিতে ওয়েবসাইট...