ইভটিজিং কেন হয় , আর ইভটিজিং এর প্রধান কারণ কে?
আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুব ভালো আছেন , আল্লাহর রহমতে আমি ও ভালো আছি ।
এই ইভটিজিং এর পোষ্ট পরে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।
প্রতিনিয়ত বাংলাদেশে ইভটিজিং বেড়েই চলেছে।
নিউজ এ চোখ গেলেই দেখি ইভটিজিং এর ঘটনা,
পেপার খুললেই দেখি ইভটিজিং এর ঘটনা ।
আমার মতে একটি মেয়ে ইভটিজিং হবার পেছনে ছেলে ও মেয়ে সমান অপরাধী ।
তবে সবাই এক না । কারো ঘটনা আবার অন্য রকম ও হয় ।
আমাদের সেই অতিতের কথা মনে করা উচিত
তখন কার সময়ে মেয়েদের পোষাক ও রাস্তা পথে চলাচলের কি অবস্থা ছিলো।
আর ছেলেদের ও বা কেমন মন মানসিকতা ছিলো ।
আজ দেশে ছেলে ও মেয়ের সমান অধিকার রয়েছে ,
সব জায়গায় ছেলেদের পাশা পাশি মেয়েরা ও রয়েছে ।
মেয়েদের পোষাক নিয়ে একটু কথা বলতেই হয়
বর্তমানে যুবতী ৮০% এর মতো মেয়েরা রাস্তায় যখন বাহির হয়
তখন তাদের পরনে খুব টাইট ফিটিং কাপড় থাকে , তাদের অঙ্গের প্রতিটি সাইজ
কাপরের উপর থেকেই বুঝা যায়। আবার কেউ কেউ তো ওড়না ও নেই না ।
এই রকম পোষাক পরে মেয়েরা যদি রাস্তায় চলাচল করে তাহলে অবশ্যই
ছেলেদের নজড় তার দিকে যাবে , আর সব ছেলেরা তো এক রকম নয়
অনেকে বিভিন্ন ধরনের উলটা পালটা কথাও বলে ফেলে।
ছেলেদের ও উচিত নিজের নজর কে হেফাজত করা , নিজেদের ও কিছু দ্বায়িত্ব নিতে শিখতে হবে
শুধু মেয়েদের দোষ দিলেই চলবে না ।
আমার মতে বাংলা দেশের মেয়েরা যদি ইসলামি নিয়ম অনুযায়ী সঠিক ভাবে পর্দা করে
তাহলে বাংলাদেশে ৯৬% ইভটিজিং কমে যাবে ।
আসুন আমরা সবাই মিলে আমাদের এই সোনার বাংলাদেশ থেকে ইভটিজিং নামক শব্দটির ব্যবহার বন্ধ করে দেই ।
ধন্যবাদ সকলকেই ।