ইলেক্ট্রনিক্স কাজ কিভাবে শেখা যায় এই নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। কেননা ইলেক্ট্রনিক্স কাজ শেখার মাধ্যমে আপনি নিজের একটি ইলেকট্রিক ব্যবসা বা অন্য কোনো কোম্পানির একজন ইলেকট্রিশিয়ান হিসেবে যুক্ত হয়ে নিজের ক্যারিয়ার গড়তে সক্ষম হবেন।
Electronics এর কাজ সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে শেখানো হয়। তবে আমরা অনেকে আছি যারা বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিকে পড়ে ইলেকট্রিক কাজ শিখতে পারি না। তবে তাই বলে এটা ভাববেন না যে আপনি আর ইলেকট্রিক এর কাজ শিখতে পারবেন না। যদি আপনার এই কাজের প্রতি দক্ষতা থাকে তাহলে আপনি বিভিন্ন কাজের সুযোগ পাবেন। এমনকি অনেক সময় দেখা যায় আপনাদের ঘরের কোনো ইলেকট্রিক সমস্যা দেখা দিয়েছে, এক্ষেত্রে আপনার যদি কাজ জানা থাকে তাহলে সহজেই আপনি সেটি ঠিক করতে পারবেন। বাহির থেকে কোনো ইলেকট্রিশিয়ান আপনাকে ডেকে আনতে হবে না। অনেক কথা বলে ফেললাম শুরুতে, এখন আসুন স্টেপ বাই স্টেপ বিষয়গুলো জেনে নেওয়া যাক।
ইলেকট্রিক্স এর কাজ শেখার কয়েকটি উপায়ঃ
শেখার ইচ্ছে থাকলে যেকোনোভাবে আপনি Electronics এর কাজ শিখতে পারেন। তবে কিছু উল্লেখযোগ্য উপায় অবশ্যই আছে যার মাধ্যমে আমরা সহজে এই ধরনের কাজ শিখে নিতে পারি। তাহলে চলুন উপায়গুলো জেনে নেওয়া যাকঃ
১. Learn from the Electronics Training Center: আপনি যেখানেই থাকুন না কেন সেখানে নিশ্চই কোননা কোনো ধরনের ইলেকট্রিক ট্রেনিং ইনস্টিটিউট আপনি পেতে পারেন। অথবা এমন কোনো ট্রেনিং সেন্টার থাকে যেখানে টাকার বিনিময়ে কোর্স সিস্টেমে কাজ শেখানো হয়। আপনি চাইলে এই ধরনের প্রতিষ্ঠান গুলি থেকে ইলেকট্রিক কাজ শিখে একটি সার্টিফিকেট পর্যন্ত অর্জন করতে পারবেন। সুতরাং আমাদের প্রথম উপায় হলো ট্রেনিং সেন্টার দ্বারা শেখা। তবে বাংলাদেশে এখন অনেক উন্নতমানের ট্রেনিং সেন্টার আছে, আমি রেকমেন্ড করবো আপনারা সেগুলো থেকে কাজ শিখুন। বাংলাদেশের কয়েকটি জনপ্রিয় ইনস্টিটিউট হলো, Bangladesh-Korea Technical Training Centre, Bangladesh Skill Development Institution, Youth Development & Technical Training Academy ইত্যাদি।
২. Learn from online courses: বর্তমানে অনলাইন প্লাটফর্মে আপনি যেকোনো ধরনের কোর্স বা টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর এর জন্য সবচেয়ে কার্যকরী প্লাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে আপনি বিগেনার থেকে এডভ্যান্স কোর্স পর্যন্ত পেয়ে যাবেন। তবে এটা বলছি না যে আপনি ইউটিউব দেখেই ইলেকট্রিক এক্সপার্ট হতে পারবেন। যদি আপনি প্রফেশনাল ভাবে এটি শিখতে চান বা চাকরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেনিং করতে হবে। তবে ইউটিউব থেকে আপনি অনেক আইডিয়া এবং ধারণা জেনারেট করতে পারবেন।
৩. Learn by reading books: মার্কেটে অনেক ধরনের বই পাওয়া যায়। আমরা সবাই জানি বই পরে জ্ঞান অর্জন করা যায়। একইভাবে আপনি বাজারে বিভিন্ন ইলেকট্রিক বই অনেক যেগুলো পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা আমি বলছি না আপনি একেবারে সব বই কিনুন। বেসিক লেভেল শেষ করে ধীরে ধীরে এডভ্যান্স কাজ করুন। সুতরাং সর্বশেষ এবং আমার পছন্দের একটি উপায় হলো বই পড়ে শিখুন।
সর্বশেষ: প্রিয় বন্ধুরা এই তিনটি উপায়ে আপনারা মূলত ইলেক্ট্রনিক্স কাজ শিখতে পারবেন। তবে প্রথম উপায়টি অবশ্যই করতে হবে যদি আপনি ভালো ইলেকট্রিশিয়ান হতে চান।
এই ছিল আজকের আর্টিকেলে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।