উত্তরঃ উদ্দীপকে বর্নিত শিল্পগুলো কুটির শিল্পের অন্তর্ভুক্ত। যে শিল্প প্রতিষ্ঠান করতে সামান্য মূলধন,সামান্য প্রশিক্ষণ, পরিবারের সদস্যদের সাহায্য ও ব্যক্তিগত প্রচেষ্টার প্রয়োজন হয় তাকে কুটির শিল্প বলে।
সাধারণ পরিবারের সদস্যদের যেমন বাবা মা,ভাই বোন, আত্নীয়দেএ সমগ্রহে কুটির শিল্প গড়ে উঠে। সাধারণ পরিবারের সদস্যসহ সহ ১০ জনের মাধ্যমে সম্পুর্ন পারিবারিক পরিবেশে এই শিল্প গড়ে উঠে। কুটির শিল্প মূলত শ্রম প্রধান শিল্প।
এ শিল্প দ্বারা মহিলাদের কর্মসংস্থান সহজতর হয়। সাধারণত যুব উন্নয়ন কেন্দ্র থেকে সামান্য প্রশিক্ষণ নিয়ে বেতার চেয়ার, দুলনা,ঝুড়ি,ফুলদানি ইত্যাদি তৈরি করে সাবলম্বি হওয়া যায়।
তাই কাজটিকে সহজেই কুটির শিল্প বলে আখ্যায়িত করা যায়।