সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন উত্তর দেখে নিন এখান থেকে

হ্যালো গাইস। সবাই কেমন আছেন। ভালো আছেন আশা করি। ভালো থাকুন এই কামনাই করি। আমি আজকে আবার আসলাম আপনাদের মাঝে। আমি আজ আপনাদেরকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট শেয়ার করব। আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নিতে পারেন।

 

নবম অধ্যায়

তাপ ও তাপমাত্রা

আদ্রতা বায়ুর চাপের উপর

তাপমাত্রার প্রভাব

তাপমাত্রা পরিমাপ

তাপ সঞ্চালন

 

প্রশ্ন 1

 

লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার এক প্রান্তে মোমবাতির সাহায্য উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গিয়েছে। এবং সে থার্মোমিটার দিয়ে মেপে দেখল তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস।

 

ক) তাপ সঞ্চালন কাকে বলে।

খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায় কেন।

গ) দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে নির্ণয় করো।

ঘ) উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ করো।

 

সংক্ষিপ্ত প্রশ্ন:

গরম হারিকেনের চিমনিতে ঠান্ডা পানি পড়লে চিমনি ফেটে যায় কেন?

 

 

সমাধান :

ক) তাপ সঞ্চালন: উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহকে তাপ সঞ্চালন বলে।

 

খ) তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের চাপ কমে যায়। কারণ বায়ুমন্ডলের চাপ বায়ুর ঘনত্বের উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে বায়ুমন্ডলের বায়ু উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। ফলে বায়ুমন্ডলের চাপ কমে যায়।

 

গ) দেওয়া আছে

দণ্ডের তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস

 

আমরা জানি ফারেনহাইট স্কেলে তাপমাত্রা নির্ণয়ের সূত্র

 

C/5 = F-32/9

 

বা 50/5 = F-32/9

 

বা 10= F – 32/ 9

 

বা F – 32 = 90

 

বা F = 90+ 32

 

F = 122

 

দণ্ডের তাপমাত্রা ফারেনহাইট স্কেলে 122 F

 

ঘ) উদ্দীপকের বস্তুতে তাপ পরিবহন প্রক্রিয়া সঞ্চালিত হয়েছে।

 

উদ্দীপকে লাবিব যখন একটি লৌহ দন্ড নিয়ে তার এক প্রান্ত মোমবাতি সাহায্যে উত্তপ্ত করল । কিছুক্ষণ পর সে দেখল দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে যা পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে।

 

আমরা জানি কঠিন পদার্থের তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়। এ প্রক্রিয়ার তাপ কোন পদার্থের উত্তপ্ত অংশ হতে অপেক্ষাকৃত শীতল অংশে সঞ্চালিত হয় অথচ পদার্থের কনাগুলোর কোন স্থান পরিবর্তন হয় না।

 

ধাতব দন্ডের যে অংশ আগুনের মধ্যে রয়েছে সেই অংশের অনু গুলি আগুন থেকে তাপ গ্রহণ করে এবং নিজ অবস্থান কে কেন্দ্র করে কাঁপতে থাকে। তাপ যত বাড়বে এরা তত বেশি কাঁপবে। ফলে পার্শ্ববর্তী শীতল অনুগুলো এ তাপ গ্রহণ করবে এবং কাঁপতে থাকবে। এভাবে তাপ উত্তপ্ত অংশ থেকে শীতল অংশের দিকে পরিবহন প্রক্রিয়ার মাধ্যমে সঞ্চালিত হয়।

 

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

 

গরম হারিকেনের চিমনীতে ঠান্ডা পানি পড়লে চিমনি টি ফেটে যায় কেন।

 

= আমরা জানি হারিকেনের চিমনি কাঁচের তৈরি। আর কাচ সাধারণত তাপ কুপরিবাহী। হারিকেনের শিখার তাপে চিমনি উত্তপ্ত হয়ে প্রসারিত হয়।

 

এক্ষেত্রে চিমনির ভেতর এবং বাইরে দুই দিকে প্রসারিত হয়। যখন গরম চিমনির উপর ঠান্ডা পানি পড়ে তখন চিমনির বাইরের অংশ সংকুচিত হয়।

 

কিন্তু ভেতরের অংশ এই অল্প সময়ে সংকুচিত হতে পারে না। এই অসম সংকোচন প্রসারণ এর ফলে গরম হারিকেনের চিমনির ওপর ঠান্ডা পানি পড়লে চিমনি টি ফেটে যায়।

 

পোস্টটি কাজে লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।

 

 

Related Posts