তোমার অপেক্ষা
আকাশের পানে হাত বাড়িয়ে ধরবো তোমায়
মেঘের খামে ডাক পাঠাবো তোমার নামে
বাতাসের শব্দে আচ্ছন্ন মনে,
গুনগুন করবো তোমার কানে।
দিগন্ত পাড়ে লাল আভাতে খুঁজবো তোমায় ।
গাছের ছায়ায় দাঁড়িয়ে,
তোমার শীতলতা মনে মাখবো।
তোমার সাথে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজবো।
জানালার ধারে দাঁড়িয়ে থাকব
তোমার অপেক্ষায়।
তোমার হৃদয়রাজ্য
বিক্ষিপ্ত আমি নিজের মাঝে।
কিছু বিক্ষিপ্ত প্রশ্নের উত্তর খুঁজতেই
পাড়ি দেব অনন্ত নদীপথ,
বণিক হয়ে ভীড়ব তোমার তটে
সওদা হবে প্রশ্নোত্তরে।
ক্ষণিকের তরে বিকিকিনির পাট চুকিয়ে
তোমার হৃদয় রাজ্যের যাযাবর হবো।
গন্তব্যহীন, শ্রান্তিহীন, বিরামহীন পথে
অনন্তকালের পথিক হবো।
কোনো রহস্য উন্মোচনের তাড়া নেই আমার
বরং হাজার রহস্যের মাঝে
নতুন এক রহস্যরূপে ধরা দেব তোমার কাছে।
লক্ষ কোটি বছর
মুঠোভর্তি বেলিফুল নিয়ে তোমার অপেক্ষায়
দাঁড়িয়ে আছি, লক্ষ কোটি বছর ধরে।
কতবার তুমি এসেছ ভেবে
শত শত বেলি হাত থেকে পড়ে তোমার পথ সাজিয়েছে!
কতবার তুমি এসেছ ভেবে
এগিয়ে গেছি সেই চৌরাস্তার মোড়ে,
যেখানে একটা সময় তোমার আনাগোনা ছিল,
বাতাসে একটা সময় তোমার আগমনের গন্ধ ভেসে আসতো।
আজ সে গন্ধ আসে না, আসে কিছু স্বপ্ন,
তোমার সাথে,
লক্ষ কোটি বছর কাটানোর স্বপ্ন।
হতভাগার প্রেম
এই হতভাগা জীবনটাতে
আমি তেমন কিছুই শিখিনি, কিছুই করিনি।
সাজিয়ে গুছিয়ে কেমন করে
জীবনখানার বৃত্তান্ত দেওয়া যায়, তা শিখিনি।
শিখিনি কেমন করে তাকে ঐ হতভাগার লক্ষ্মণরেখা
ডিঙিয়ে বাইরে আনা যায়।
যার কাছে জনতা হয়েই রয়ে গেলাম,
তার কাছে আর মানুষ হতে শিখতে পারলাম না।
তবে একখানা জিনিস এই ভবে এসে শিখে গেলাম,
এমনভাবে করে গেলাম, যেমনভাবে আর কেউ পারবে না।
তোমারে ততখানি ভালোবেসে গেলাম।
ভালোবাসার পরিণতি
তুমি উদ্যানে বসিয়া জ্যোৎস্নার চাঁদ দেখ,
আমি তোমার দাঁড়ে বসিয়া তোমার চন্দ্রমুখ দেখিব।
তুমি সহস্র বাদ্য বাজায়ে নিজেরে আপ্লুত কর,
আমি তোমার কণ্ঠস্বর শুনিয়াই
আত্মাকে তৃপ্ত করি।
তুমি নিজেরে সমাজের কাঁটাতারে বাধিয়া রাখিয়াছ।
আমি তো নিজেরে তোমার নামে অর্পণ করেছি।
যা হওয়ার তা হোক,
সবকিছুকে না হয় ভালোবাসার পরিণতিই ভাববো।
অজুহাত
সেদিন আমার কি দোষ ছিল বলতে পারো?
তোমায় নিয়ে কিছু স্বপ্ন দেখেছিলাম,
কিছু কথা সাজিয়েছিলাম তোমায় বলবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম,
এই ছিল আমার অপরাধ?
খুব বেশি কিছুতো চাইনি আমি !
চেয়েছিলাম কিছু স্মৃতি বানাতে
কিছুটা সময়কে আমাদের নাম দিতে।
আমাদের গল্পের কিছু পাতা রঙিন করতে চেয়েছিলাম শুধু ,
এটুকুই কি তোমার জন্য এত বেশি ছিল?
কে জানে তুমি ছেড়ে যাওয়ার
অজুহাত খুঁজছিলে কিনা!