আমরা হয়তো এখন প্রযন্ত কিছু যায়গায় বক্তিতা দিয়েছি,আর যদি বক্তিতা নাও দিয়ে থাকি নিশ্চয়ই কাওর বক্তিতা শুনেছি আমরা যখন আরেকজনের বক্তিতা শুনি তখন আমরা ভাবি বক্তব্য দেওয়া কোন ব্যাপার না,কিন্তু আমাদেরকে যখন বক্তব্য দিতে বলা হয় তখন বুজা যায় এতা কতটা কঠিন একটা কাজ।কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে বক্তব্য দেওয়ার টিপ্স জেনে থাকে তাহলে বক্তব্য দেওয়া টা আমাদের কাছে আরও বেশি সহজ লাগবে ,আরও ভালোভাবে বক্তিতা উপস্থাপন করতে পারবো।ফলে মানুষ আমাদের কথা আগের থেকে অনেক ভালো পছন্দ করবে।এর জন্য নিচে ৩ টি টিপ্স দেওয়া হলো:
১.আপনি যেই বিষয়ে বক্তব্য দিবেন সেই বিষয়ে অনেক বেশি পড়াশোনা করে যান বাসা থেকে,যাতে সেই বিষয়টি আপনার কাছে এতটাই সহজ হয়ে যাবে যেনো দশর্কদের যেকোনো বিষয়ের প্রশ্নে আপনি সহজেই উত্তর দিতে পারেন।তাহলে পরেরবার কোনো যায়গায় বক্তব্য দেওয়ার আগে বাসায় থেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন,দেখবেন অনেক ভালো বক্তব্য দিতে পারসেন।
২.প্রথমে কোন গল্প দিয়ে শুরু করতে পারেন।কোন প্রশ্ন দিয়ে শুরু করতে পারেন।মনে রাখবেন আপনি যখন কোন বক্তব্য দিবেন তখন বক্তব্য শুরু করার পর ৩০ সেকেন্ড এর উপর নির্ভর করে মানুষ কি আপনার বক্তব্য শোনবে নাকি মুবাইল ঘাটাঘাটি করবে।তাই শুরুর ৩০ সেকেন্ড এমন ভাবে শুরু করেন যেনো তারা আপনার বক্তব্য শুনতে অনেক বেশি আগ্রহী হয়।তাই আপনি কোন গল্প দিয়ে শুরু করতে পারেন কারন মানুষের গল্প শুনার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আছে তা না হলেও আপনি তাদেরকে কিছু প্রশ্ন করতে পারেন তা হলে আপনার প্রতি সবার অনেক আর্কষন থাকবে।
৩.আপনি আপনার বডির দিকে নজর রাখুন।আপনি যদি বক্তিতা দেওয়ার সময় আপনার বডি সামনে পিছুনে ডানে বামে ঝুকে তাহলে যারা আপনার বক্তব্য শুনছে তারা মনে করবে আপনি নিজেই বক্তব্য দেওয়ার জন্য আগ্রহি না তাই তারাও মনযোগ দিয়ে শনবে না।চেষ্টা করবেন বরাবর সুজা হয়ে দারিয়ে বক্তব্য দেওয়ার।এই ক্ষেত্রে আপনি আপনার হাত গুলো ব্যবহার করতে পারেন।
এই ৩ টি টিপ্স যদি আপনি মেনে বক্তব্য দেন তাহলে আপনার বক্তব্য আরও সুন্দর হবে।