Cheap price backlink from grathor: info@grathor.com

একটা টুথ ব্রাশ কে কতোদিন ব্যবহার করা উচিত?

একটা টুথ ব্রাশ কে কতোদিন ব্যবহার করা উচিত?

একটা টুথ ব্রাশ কে কতোদিন ব্যবহার করা উচিত?

ব্রাশ বললে এখন অনেক কিছুকেই বুঝায় । তবে আমি অন্য ব্রাশের কথা বলিনি শুধুমাত্র দাঁতের ব্রাশের কথা বলছি । এটা ব্যবহারের একটা সময় সীমা আছে ।

অনেকে আছে বছরের শুরুতে একটা ব্রাশ কিনলো তারপর এটা দিয়ে চললো এক বছর পর্যন্ত অথবা যতোদিন এর মাথা টা খুলে না যায় অথবা ভেংগে যায় , এভাবেই চলতেই থাকে । এটা কি ঠিক ? না , একেবারেই ঠিক নয় , মেডিকেল এর নিয়ম অনুযায়ী একেবারেই ঠিক নয় ।

সবকিছুর একটা টাইম আছে , এক্সপায়ারি ডেট আছে । তাহলে ব্রাশের কেনো নেই ? এটার ও আছে , হয়তো আমরা জানি না । তাই এমন ভাবে ব্যবহার করি।

মেডিকেলের রিপোর্ট অনুযায়ী একটি ব্রাশের মেয়াদ ৩ মাস । ব্যবহারের পরবর্তী ৩ মাস ।একটি ব্রাশ কে ব্যবহার করতে হবে । এটা আপনার স্বাস্থ্য সম্মত ।

হয়তো অনেকে বলবেন , ব্রাশ তো নতুনই থাকে , তাহলে কেনো বাদ রাখবো? আপনি চাইলে আরো ১ মাস ব্যবহার করতে পারেন বলে আমি মনে করি । তারপর ব্রাশ টি দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন । যেমন – ঘরের আসবাবপত্র পরিষ্কার, চিরুনি পরিষ্কার করার মতো অনেক কাজ করা যাবে আর না হলে পুরাতন প্লাস্টিক হিসেবে বিক্রি করে দিতে পারেন ।

এতোদূর এসে পড়ার জন্য ধন্যবাদ ।

Related Posts

7 Comments

Leave a Reply