আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। একটি খাতার আত্মকথা :
আমি একটি খাতা।আজ আমি বলব তোমাদের কাছে আমার না বলা কথাগুলো। আশা করি তোমাদের ভালো লাগবে আমি সকলের জীবনেই খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ কি জানো পড়ালেখা থেকে শুরু করে ব্যবসা বানিজ্য, স্কুল থেকে শুরু করে আদালত, কিংবা বড় বড় যেকোনো কাজে গুরুত্বপূর্ণ হিসাব লিপিবদ্ধ করার জন্য আমাকে ব্যবহার করা হয়। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ সকলের জীবনে আমার কি পরিমাণ কদর রয়েছে।
আমার দ্বারা যে শুধুমাত্র কাজ এর লিখা গুলো লিপিবদ্ধ করা হয় তা কিন্তু নয়। বরং আমার মধ্য কখনো কোন কোন খেলা করে থাকে বাচ্চারা।আমাকে ব্যবহার করে কত শত যে প্রেম পত্র লিখা হয় তার হিসেব নেই।ভালোই লাগে সবসময় অন্যের সুখে সুখি হতে।
কিন্তু যখন কেউ আমার উপর তার দুঃখের কথাগুলো কেদে কেদে অশ্রু ঝড়িয়ে লিখে তখন খুব কষ্ট লাগে। ইচ্ছে করে গিয়ে শান্তনা দিয়ে আসি। কিন্তু আমি কি আর চাইলের যেতে পারি!যখন পৃথিবীর মায়া ত্যাগ করে মানুষ আত্নহত্যাকে বেছে নেয় তখন মৃত্যু পূর্ববর্তী শেষ চিঠিটিও আমায় মাধ্যমে লিখে।এই পৃথিবীতে মানুষ যে কত্ত রকম ঝামেলায় দিন পাড় করছে তা শুধুমাত্র আমি জানি।কারণ আমার উপরঈ সবকিছু লিপিবদ্ধ হয়। আমি শুধু মানুষের বলা না বলা কষ্টগুলো শুনতে পাই কিন্তু কষ্টগুলো দূর করতে পারিনা।
আমার মধ্যে লিখে শিক্ষার্থীরা যখন তাদের কাংখিত ফলাফল অর্জন করে তখন নিজের কাছে নিজেকে খুব গর্বিত মনে হয়। কিন্তু আবার যখন কোন শিক্ষার্থী আমার মধ্যে লিখে খারাপ ফলাফল অর্জন করে তখন খুব কষ্ট লাগে। ইচ্ছে করে গিয়ে বলে আজ ভালো ফলাফল হয় নিতো কি হয়েছে কাল হবে।কোন একদিন অবশ্যই হবে।
আমি অনেকগুলো কাগজের সমন্বয়ে গঠিত হই।কেউ কেউ আমাকে খুব সুন্দর করে ব্যবহার করে।প্রতিটি পৃষ্ঠার তাদের কাজ খুব সুন্দর ভাবে লিপিবদ্ধ করে।আবার অনেক আমাকে ছিড়ে ফেলে দেয় তখন খুব কষ্ট লাগে।আমার কোন দোষ না থাকা সত্তেও আমার পৃষ্টাগুলো কেটে টুকরো টুকরো করে।অপচয় কারী শয়তানের ভাই জেনেও পৃষ্ঠাগুলো নষ্ট করে।তাই আমি আজ সকলের উদ্দ্যেশ্য বলতে চাই জেনেশুনে আমার পৃষ্ঠাগুলো না ছিড়ে আমার সঠিকভাবে ব্যবহার করবে।
সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন