নেট ক্যারিয়ার গড়ুন 2022: বর্তমান বেকারত্ব একটি বৈশ্বিক সমস্যা। আমার দেশের প্রধান সমস্যা গুলোর অন্যতম সমস্যা এটি। আর এই সমস্যার সর্বোচ্চ ভুক্তভোগী ইয়াং জেনারেশন। সবাই ইনকাম করতে চায়। কিন্তু চাকরির বাজার স্থিতিশীল। নতুন কর্মসংস্থান তো দূরের কথা করুনার ধাক্কায় পুরনো কর্মসংস্থান হারাচ্ছেন অনেকে। তরুণদের মধ্যে এক প্রকার হতাশার বীজ বপন হয়ে গেছে। তবে এত দুঃখের সংবাদ এর মধ্যেও সুখের কথা হচ্ছে, আমাদের দেশ এখন ডিজিটাল।ইন্টারনেটের কল্যাণে আমরাও আর অনলাইন দুনিয়ায় পিছিয়ে নেই। এটি তরুণ জেনারেশন এর জন্য একটি ভালো দিক। এই আর্টিকেলে আলোচনা করব আউটসোর্সিং নিয়ে। চলুন কথা না বাড়িয়ে, মূল বিষয়বস্তু তে চলে আসি।
আজ আমি আপনাদেরকে বলবো, শুধুমাত্র একটি ল্যাপটপ দিয়ে, আপনি কিভাবে বেকার সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। হতে পারে আপনার একটি ল্যাপটপ , আপনার একমাত্র আয়ের এর উৎস! বিস্তারিত:
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। এ যুগে ঘরে বসে আপনি চাইলে, অনেক কিছু করে ফেলতে পারেন। কারণ এখন অনলাইন আউটসোর্সিং বিশ্বব্যাপী জনপ্রিয়। শিক্ষিত তরুণরা জায়গায় আনায়াসে প্ল্যাটফর্ম থেকে হাতিয়ে নিতে পারে অগণিত টাকা। তাহলে আপনি কেন চাকরির পিছনে ঘুরবেন। আপনার সামান্য সচেতনতা ও সস্তা উপকরণ দিয়েই, আপনি বিনা বাধায় অর্থ আয় করতে পারবেন। তাও আবার ঘরে বসে। শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি। এটা নিয়ে অবাক হবার কিছু নেই।
অনলাইন দুনিয়ায় রাজত্ব করতে হলে, আপনার যে জিনিসগুলো প্রয়োজন হবে:
- সর্বপ্রথম, আপনার একটি ল্যাপটপ থাক থাকতে হবে/স্মার্টফোন কিংবা ট্যাব হলেও চলবে/তবে কম্পিউটারের বিকল্প কিছু নেই
- থাকতে হবে ইন্টারনেট কানেকশন/ব্রডব্যান্ড কানেকশন থাকলে তো কথাই নেই
- যুগোপযোগী ট্রেনিং/এর কোনো বিকল্প নেই
- সময়/আপনাকে অনলাইনে প্রচুর সময় ব্যয় করতে হবে
- ধৈর্য/ধৈর্য না থাকলে আপনি কিছুই করতে পারবেন না
- ক্রিয়েটিভিটি/সব সময় নতুন কিছু সৃষ্টি করার স্পৃহা থাকতে হবে
- বাংলা/ও ইংরেজিতে প্রাথমিক দক্ষতা
- টাইপিং/এই গুণটি আপনাকে খুব সহজেই সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাবে
- সততা
- বড় হওয়ার ইচ্ছা।
বাস উপরে উল্লেখিত এই দশটি গুণাবলী আপনার মাঝে থাকলে,/কিংবা অর্জন করতে পারলে/এতটুকু বলতে পারি আপনি আর বেকার থাকবেন না/অনলাইনে প্রচুর অপশন রয়েছে ইনকাম করার/আপনি সেখান থেকে বেছে বেছে যেকোনো কাজ করতে পারবেন/অনেকেই করছে/অনেকেই হয়েছেন সফল/
ল্যাপটপ থাকা কি বাধ্যতামূলক:
প্রকৃত সত্য বলতে কি, কম্পিউটার কিংবা ল্যাপটপ, যেটাই হোক না কেন, অনলাইন দুনিয়ায় রাজত্ব করতে হলে, এই উপাদানটি কম্পলসারি। কারণ:
স্মার্ট ফোন কিংবা টেব দিয়ে সব কাজ করা যায় না/কিছু কিছু কাজ করা যায়। তবে অনেক কাজই করা যায়। কিন্তু কম্পিউটার থাকলে, আপনি প্রায় সকল কাজই করতে পারবেন। খুব ইজিলি কাজ করা যায় কম্পিউটার দিয়ে। তাই অনলাইনে কাজ করতে হলে আপনার অবশ্যই একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ থাকতে হবে। তাহলে আপনি এর প্রকৃত মজা নিতে পারবেন। ইনকাম করতে পারবেন বেশ ভালো।কারণ কম্পিউটারে যে সব ফিচার এড করা খুব সহজ মোবাইল কিংবা ট্যাবে এসে সমস্যা ফিচার এড করা খুবই কঠিন। তাছাড়া সময় সাপেক্ষের ব্যাপারগুলো তো থাকছেই। সুতরাং আপনাকে কাজ করতে হলে, কম্পিউটার থাকতে হবে। কারন কম্পিউটার থাকলে আপনি খুব দ্রুত অনলাইনে যে কোন কাজ করতে পারবেন। আর যত কাজ করবেন, কত টাকা আয় করতে পারবেন।
জেনে নেওয়া যাক, ল্যাপটপ দিয়ে কি কি কাজ করা যায়:
সহজে, ভিডিও এডিট করে ভিডিও আপলোড করা যায়/ইউটিউব চ্যানেল ও ফেসবুক ভিডিও আছে/যা ল্যাপটপ দিয়ে খুব সহজে করা যায়/কারণ ল্যাপটপে ইন্টারনাল ক্যাপাসিটি রেম রোম বেশি হওয়ায় সেখানে অনেক শক্তিশালী সফটওয়্যার দিয়ে কাজ করা যায়/ফলে কাজের মান ও গতি অনেক ভালো হয়/
- ফ্রিল্যান্সিং করতে পারবেন/ল্যাপটপ দিয়ে সবচেয়ে বেশি যে কাজটি করা যায় তা হচ্ছে ফ্রিল্যান্সিং/ফ্রিল্যান্সিং এ হাজার হাজার কাজের অপশন আছে/এবং সেগুলো দ্রুত করতে হলে অবশ্যই কম্পিউটার দিয়ে করতে হয়/তাছাড়া কম্পিউটারে কাজ করার মজাই আলাদা। কারণ কম্পিউটার দিয়ে একাধিক ডিভাইসে একসাথে কাজ করা যায়। তাই ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই কম্পিউটার লাগবে। তবে আপনি খুব ভালো পরিমান ইনকাম করতে পারবেন।
- গ্রাফিক্স ডিজাইন/ভেবে দেখুন তো এই কাজটি ফোনে করা খুব কঠিন/যা আপনি অতি দ্রুত ল্যাপটপ দিয়ে করে ফেলতে পারবেন
- ফটো এডিটিং/কিংবা ফটোগ্রাফি/যাই বলি না কেন আপনি ছবি তুলে সেই ছবিগুলো কে বিভিন্ন সফটওয়্যার দিয়ে সাজিয়ে সুন্দর সুন্দর ছবি বানিয়ে সে গুলোকে বিভিন্ন ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বিক্রি করতে পারবেন/এই পদ্ধতিটি এখন অনেক জনপ্রিয়
- আর্টিকেল লিখতে পারবেন/আর্টিকেল লিখতে হলে সর্বপ্রথম যে জিনিস যে গুণাবলী টির দরকার তা হচ্ছে টাইপিং/কারণ আপনি যদি টাইপিং না করতে পারেন তবে আপনি আর্টিকেল লেখা অনেক কষ্ট হয়ে যায়/সুতরাং টাইপিং করতে হলে কিবোর্ড এর দরকার/আর কম্পিউটার কিবোর্ড মাউস সাব আপনার হাতের মুঠোয় থাকলে কাজটি করা কত সহজ হয়ে গেল না/সুতরাং আর্টিকেল লিখতে হলে আপনাকে কম্পিউটারের ছাতা নিয়ে লিখতে হবে/এছাড়া বিকল্প পদ্ধতি আছে তবে সেগুলো অনেক সময় সাপেক্ষ/যে কাজগুলো ল্যাপটপে খুব তাড়াতাড়ি করে ফেলা যায়/
- অডিও ককন্টেন্ট নির্মাণ।
- ওয়াইফাই কানেকশন কিংবা অতি সহজ ইন্টারনেট কানেকশন
- খুব সহজে বহন করা যায় বিধায় আপনি যেকোন জায়গায় বসে সব কাজ পাস করতে পারবেন।
- অনলাইন সব
- ভিকটিম সাপোর্ট
- কাস্টমার রিভিউ
- ওয়েব ক্যামেরা থাকলে তো কথাই নেই/লাইভ চ্যাটিং
- ইত্যাদি।
উপরে উল্লেখিত কাজগুলো ছাড়াও আপনি ল্যাপটপ দিয়ে আরও হাজার রকমের কাজ করে ফেলতে পারবেন। প্রশ্ন রয়ে যায় যে আপনি কোন কাজ করতে পারবেন না।অনলাইন দুনিয়ায় যত কাজ আছে আপনি সব কাজই কম্পিউটারের বা ল্যাপটপে অতিদ্রুত করে ফেলতে পারবেন। আর এই জন্যই একটি ল্যাপটপ হতে পারে আপনার আয়ের এর একমাত্র অবলম্বন কিংবা উৎস।
ল্যাপটপের গুণাবলী:
- সহজে বহনযোগ্য
- এটাস্ট কিবোর্ড
- ব্যাটারি ব্যাকআপ
- ঘরে বসে, অফিশিয়াল কাজকর্ম করা
- শুয়ে কিংবা বসে কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কাজ করা যায়।
- যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাওয়া যায়
- সহজ ব্যবহার পদ্ধতি
- স্মার্টনেস/
- কেবল তারবিহীন
- কোন ঝামেলা নেই।
আরো অন্যান্য সুযোগ-সুবিধা তো রয়েছে। আর বর্তমানে এটি তরুণদের কাছে অনেক জনপ্রিয় ফ্যাশন। বর্তমানে অনেকেই অফিসের কাজ ঘরে বসে ল্যাপটপ বের করে ফেলতে পারছেন। কোথায় ল্যাপটপের ব্যবহার নেই। অনলাইন থেকে অফলাইন দু’জায়গাতেই ল্যাপটপ এখন অনেক জনপ্রিয়। এটিকে শুধু জনপ্রিয় বললে ভুল হবে প্রয়োজনীয় অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে।
তাই উপরে বর্ণিত বর্ণনা থেকে বিশ্লেষণ করলে বোঝা যায় একটি ল্যাপটপ, কি কি করতে পারে ও এর সুযোগ সুবিধা অনলাইন দুনিয়ায় রাজত্ব করা এবং এটি হতে পারে আপনার আয়ের এর একমাত্র উৎস। তাই নেট ক্যারিয়ার গড়তে, কম্পিউটার কিংবা ল্যাপটপের বিকল্প নেই।