গ্রামের নাম ভোলাপুর। সেই গ্রামে একজন দরিদ্র কৃষক বাস করতো। তার পরিবারে ৫ জন সদস্য বাস করতো। তার মধ্যে ১ মেয়ে আর ২ ছেলে ছিল। কৃষকের পরিবার ভালোই দিন কাটাচ্ছিল। এরপর একদিন কৃষকের খুবই জটিল রোগ ধরা পড়লো।
তাদের পরিবারে সেই একমাত্র উপার্জন করতো। আর ডাক্তার বলেছে তার রোগ ৩ মাস পর ভালো হবে। তাই এ কয়দিন তাকে বাড়িতে বিশ্রাম করতে হবে। তাই কৃষকের বউ জমিদার বাড়িতে কাজ করা শুরু করল।
এভাবেই ৩ মাস কেটে গেলো। কৃষক আসতে আসতে ভালো হয়ে গেলো। সে অনেকদিন তার জমিতে চাষ না করায় তার জমিতে প্রচুর ঘাস গোজিয়েছে। সে ভাবল এই ঘাস বাজারে বিক্রি করলে প্রচুর টাকা ইনকাম করতে পারবে। তাই সে ঘাস তুলতে থাকে। আর সে যখন ঘাস তুলতে তুলতে মাঝখানে পোঁছাল সে অবাক হয়ে দেখে থাকলো।
কারণ, তার জমিতে অনেক বড় একটি গর্ত। তারপর সে সেই গর্তে ঢুকে আর দেখে সেখানে অনেক সোনা-গয়না আর অনেক অলংকার দিয়ে ভর্তি। সে অনেক খুশি হলো। আর ভাবলো এতো কিছু তার পুরো জীবনে কেন তার চোদ্দো পুরুষ খেয়েও শেষ করতে পারবে না।
সে যেমনি সোনার অলংকারে হাত দিবে সেই মুহূর্তে একটি জিন আসে। সেই জিন তাকে জিজ্ঞাসা করল যে, কে তুমি আর এখানে কেন এসেছ। কৃষক বলল, আমি এই জমির মালিক। তুমি এই জমিতে এতো সোনা রেখেছ কেনো। জিন বলল, এই জমির মালিক আমি এখন তুমি কত টাকা চাও আমাকে বলো। কৃষক বলে এই জমি ছাড়া আমার আর কোন জমি নেই। আমি কি করে চাষ না করে খাবো। এই জমির মূল্য মাত্র কয়েক হাজার টাকা।
আর আমার পরিবার কয়েক হাজার টাকা দিয়ে কি করব। এই টাকা আমাদের ১ মাসেই শেষ হয়ে যাবে। তখন জিন বলল, আচ্ছা তোমার যতো টাকা লাগবে তুমি এই গর্তে এসে আমাকে ডাকবে আমি তোমাকে টাকা দিয়ে দিব।
এরপর এইভাবে দিন কাটতে থাকলো। আর কৃষকের পরিবার ভালো মতো খেতে পারলো। আর তাদের বাড়ির পাশে বাস করতো তার বড় ভাই সেউ একজন কৃষক। সে কিন্তু লোভী ছিল। সে ভাবলো আমি এতো কষ্ট করে চাষ করি। কিন্তু আমার থেকেও আমার ছোট ভাই জমিতে চাষ না করে কীভাবে এতো টাকা পাচ্ছে?
তাই লোভী বড় ভাই তার ছোট ভাইয়ের উপর নজর রাখল। একদিন ছোট ভাই তার জমির মাঝখানের ঘাসের ভিতর ঢুকলো। এই দৃশ্য দেখে লোভী বড় ভাই আসতে আসতে কাছে গিয়ে দেখল তার ছোট ভাই একটি জিনের সাথে কথা বলতেছে। আর সেই জিন তাকে টাকা দিলো। তারপর সে বাড়িতে চলে আসলো।
এটি দেখে লোভী বড় ভাই সেউ টাকা নিতে জিনের গর্তে ঢুকে পড়লো। আর জীনকে ডাকল বলল, আমাকে এই সব সোনা গয়না দিয়ে দাও। জিন অনেক রেগে গেলো। আর তাকে চিন্তে ভুল করল না যে সে একজন লোভী কৃষক।
তাই তাকে বলল, যদি টাকা চাও তাহলে আমার কাছে এসো। লোভী কৃষক মনের আনন্দে জিনের কাছে গেলো। যেমনি জিনের কাছে গেলো তেমনি জিন তার ঘাড় মটকে দিলো। আর তার রক্ত চুশে খেলো।
তো বন্ধুরা কি বুঝলে? অতি লোভ ভালো না! তাই না?
সকলকে ধন্যবাদ।