১.বিল গেটস:বিল বিল গেটস বলেন গরীব হয়ে জন্মানো আপনার দোষের নয়,কিন্তু আপনি যদি গরীব থেকেই মারা যান এটি আপনার দোষ|বিল গেটস আরও বলেছেন পরীক্ষায় আমি কিছু সাবজেক্টে এ ফেল করেছিলাম,কিন্তু আমার বন্ধুরা সব সাবজেক্টে পাস করেছিল,যারা পাস করেছিল তারা আজ আমার কোম্পানিতে কাজ করে আর আমি কোম্পানির মালিক|পরীক্ষায় পাস করা বা ফেল করা এটা কখনোই নির্ধারণ করে না আপনি ভবিষ্যতে কি হতে চলেছে|পরীক্ষাটা হলো সামান্য মাপকাঠি|
২.রতন টাটা: রতন টাটা বলেন,আমি সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কে পছন্দ করিনা আমি আগে সিদ্ধান্ত নিই এবং পরে তা সঠিক করি|সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় অনেকেই ভাবতে পারেন এটাই সঠিক সিদ্ধান্ত কিন্তু ব্যর্থ হওয়ার পরে বল না এটা সঠিক ছিল না আসলে কোনটা যে সঠিক সিদ্ধান্ত তারা নিজেরা কখনোই বুঝতে পারে না,তাই আমি মনে করি যেকোনো সিদ্ধান্ত নেয়ার পরে সেটাকে সঠিক প্রমাণ করায় উচিত|
৩.স্বামী বিবেকানন্দ:স্বামী বিবেকানন্দ বলেছিলেন আপনি একটি সঠিক সিদ্ধান্ত নেন আর এই সিদ্ধান্ত কেই আপনি আপনার জীবন তৈরি করুন,তার সম্পর্কে ভাবুন তার সম্পর্কে চিন্তা করুন,তার সাথে প্রতিটা মুহূর্তে চলুন,আপনার মস্তিষ্ক মাংসপেশি ও প্রতিটি শিরা-উপশিরা কে সেই সিদ্ধান্তের মধ্যে ডুবিয়ে দিন,এবং বাকি সমস্ত চিন্তাকে দূরে রাখুন,এটাই হলো সফল হওয়ার সবথেকে ভালো উপায়|জীবনের রাস্তায় কেউ আপনাকে তৈরি করে দেবে না আপনাকেই তৈরি করে নিতে হবে,যে যেমন রাস্তা তৈরি করবে সে তেমনই গন্তব্য পাবে|পৃথিবী আপনাকে ছেড়ে চলে যাবে বা আপনাকে নিয়ে মজা করবেন কিন্তু এসব কিছু ভুলে গিয়ে আপনার কাজ আপনাকে করতে হবে|
৪.ওয়ারেন বাফেট:ওয়ারেন বাফেট বলেন আমার মধ্যে সবসময় একটা বিশ্বাস ছিল যে, আমি ধনী হতে চলেছি|আর আমি কখনো নিজের ওপরে সন্দেহ করিনি,তিনি আরো বলেন আমি কখনো ৬০ ফুট দূরত্ব দেখিনি আমি শুধু দেখেছি ১ ফুট এর দূরত্ব|আমি সেটা অতিক্রম করে যাই,আপনার এবং আপনার জীবনের একশটা কারন এর দরকার নেই,শুধুমাত্র একটি কারণ দরকার সেই কাজটি করার জন্য,যে কাজটি আপনি করতে চান,জীবনে সফল হওয়ার জন্য বেশি নয় শুধুমাত্র একটি উদ্দেশ্য যথেষ্ট|
5.ডক্টর এ. পি. জে. আবদুল কালাম:ডক্টর এ. পি. জে. আবদুল কালাম বলেছেন আমি কোন হ্যান্ডসাম মানুষ নই,কিন্তু আমার হাত সে সকল মানুষের হাতে দিতে পারি যাদেরআমাকে দরকার|সৌন্দর্য আপনার ভেতরে থাকে আপনার চেহারাতে নয়|আপনার প্রথম সফলতার পরে আপনি কখনোই বিশ্রাম করবেন না,কারণ দ্বিতীয়বার হেরে যান বা বিফল হন তবে অনেকেই আপনাকে এটা বলবে যে প্রথম সফলতা আপনি আপনার ভাগ্যের জোরে পেয়েছেন|আপনার যে কোন স্বপ্ন সফল হওয়ার আগে আপনাকে আগে স্বপ্ন দেখা শিখতে হবে|
৬.মার্ক জুকারবার্গ:একজন ১৯ বছরের ছেলে কি করতে পারে এর উত্তর হলো অনেক কিছুই করতে পারে,আর এমনটাই কিছু করে দেখিয়েছেন মার্ক জুকারবাগ| তিনি ছোট বয়সেই তার বন্ধুদের নিয়ে ফেসবুক তৈরি করেন|আর মার্ক জুকারবার্গ বলেন সেই প্রশ্ন যা আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করি,আর তা হলো আমি কি সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারছি যা আমি করতে পারি|এটা অনেক ভালো আপনি চেষ্টা করেন আর অসফল হয়ে যান,এর থেকে যে কিছুই করছে না|
৭.জ্যাক মা:জ্যাক মা বলেন,আজকের দিন টা হয়তোবা অনেক খারাপ কালকে আরো খারাপ হতে পারে কিন্তু তার পরের দিন অবশ্যই ভালো হবে|পরশু তো আপনার জয় নিশ্চিত, তাই কাজ ছেড়ে না দিয়ে করতে থাকুন সফলতা হয়তোবা আপনার আসছে না কিন্তু এমন একদিন আসবে সফলতা আপনার কাছে নিজে থেকে আসবে সেদিন হয়তো আপনি সফলতার জন্য তৈরি হয়ে থাকবেন না কিন্তু আপনাকে বরণ করে নেওয়ার জন্য সফলতা তৈরি থাকবে|
৮.মোহাম্মদ আলী:গ্রেট বক্সার মোহাম্মদ আলী বলেন আমি ট্রেডিংয়ের দিনগুলোকে ভীষণভাবে ঘৃণা করতাম,কিন্তু আমি নিজেকে বলেছি হার মেনে নিও না এখন একটু সহ্য করে নাও|যাতে বাকিটা জীবন একজন চ্যাম্পিয়ান এর মত করে বাঁচতে পারো|তিনি আরও বলেন আমি সবথেকে মহান আমি নিজেকে একথা তখনই বলেছিলাম, যখন আমি কিছুই ছিলাম না|একজন চ্যাম্পিয়ান হতে হলে এই কথাটাকে বিশ্বাস করতেই হবে|একজন চ্যাম্পিয়ান হতে চাইলে এই কথাটাকে বিশ্বাস করতেই হবে, যে আপনি সর্বশ্রেষ্ঠ আর এটি যদি আপনি নাও হন তাও দেখানোর চেষ্টা করুন যে আপনি শ্রেষ্ঠ|তিনি আরো বলেছেন চ্যাম্পিয়ন কোন জিমে তৈরি হয় না চ্যাম্পিয়ন তৈরি হয় মানুষের ভিতরে|যা আপনাকে সবকিছু করার শক্তি দেয়,সামনে থাকা পাহাড় আপনাকে আটকাতে পারবেনা আপনাকে আটকে দেবে আপনার জুতোর ভিতরে থাকা সামান্য পাথরের টুকরো|পৃথিবীকে প্রমাণ করে দেখান আপনি কতটা যোগ্য|
তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তবে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝেও সফলতার আগ্রহটা বাড়িয়ে দিন|