এক পাপী বান্দার জান্নাতে যাওয়ার ঘটনা
অনেক আগে আল্লাহর এক বান্দা 99 টা খুন করেছে. সে এখন মনে মনে বলতেছে আমি যে এতগুলো খুন করেছি আল্লাহ সুবহানাতায়ালা কি আমাকে ক্ষমা করবে. তখন সে আল্লাহর এক অলির কাছে গেল গিয়ে বলল হে আল্লাহর ওলী আমি 99 টা খুন করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন আল্লাহর ওলী বলল না কখনোই না তোমার মত বান্দাকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না. এ কথা শোনার পরে ওই পাপী বান্দা বলল আল্লাহ যখন আমাকে ক্ষমা করবে না তাহলে তোমাকে এই দুনিয়াতে বাঁচিয়ে রেখে লাভ কি তোমাকে খুন করবো এই বলে তাকেও খুন করে ফেললো. এখন সে 100 টা খুন করেছে তার পরেও তার মনে আল্লাহর ভয় কাজ করছে. সে আল্লাহর কাছে মনে মনে পড়তেছে আমি ভালো হতে চাই আমাকে মাফ করবে কি করলে. তখন সে জানতে পারল পাশের গ্রামে এক আলেম আছে তখন সে ওই আলমের কাছে গেল গিয়ে বলল হে আল্লাহর বান্দা আমি 100 টা খুন করেছি তোমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তখন আলেম বলল হে আল্লাহ অবশ্যই ক্ষমা করবে তুমি যদি নদী সমান গুনাহ করো তাহলে মনে রেখো আল্লাহর সাগর সমান ক্ষমা আছে, তুমি যদি পাহাড় সমান গুনা করো আল্লাহর কাছে আকাশ সমান ক্ষমা আছে. তুমি যদি তোমার নিজের এলাকা ছেড়ে ভালো কোন এলাকাতে গিয়ে মন থেকে তওবা করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে . এই কথা শোনার পরে সে তার নিজের এলাকা ছেড়ে ভালো এলাকাতে যাওয়ার জন্য বের হল এবং তওবা করার চিন্তা করল. বের হওয়ার কিছুক্ষণ পরে তার সামনে মালাকুল মাওত এসে হাজির হলো এবং তার জান কবজ করলো. তখন তার রুহ নেওয়ার জন্য জান্নাত এবং জাহান্নাম থেকে দুই দলের ফেরত আসলো. জান্নাতের ফেরেশতা বলল সে তওবা করার জন্য ভালো এলাকাতে যাচ্ছিল তার মানে সে জান্নাতি তার রুহ টা আমরা নিয়ে যাব. জাহান্নামের ফেরেশতা বলল না সে জাহান্নামী সে 100 টা খুন করেছে. তখন আল্লাহ বলল তোমরা দাঁড়াও সে যেখানে আছে সেখান থেকে যদি ভালো এলাকার দূরত্ব কম হয় তাহলে সে জান্নাতি আর যদি খারাপ এলাকার দূরত্ব কম হয় তাহলে সে জাহান্নামী. আল্লাহ তখন বলল হে ভালো এলাকার রাস্তা তুমি ছোট হয়ে যাও আর খারাপ এলাকা রাস্তা তুমি বড় হয়ে যাও দূরে চলে যাও. আল্লাহর কথা মত ভাল এলাকা কাছে চলে আসলো এবং খারাপ এলাকা দূরে চলে গেল . তখন ফিতা দিয়ে মেপে দেখা গেল ভালো এলাকা কাছে এবং খারাপ এলাকা দূরে. তখন রুহুটা জান্নাতি ফেরেশতারা নিয়ে গেল. মোটকথা আমরা যত গুনাই করি যদি মন থেকে তাওবা করি তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবে.