হ্যালো বন্ধুরা আসসালামুআলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভাল আছেন।
আপনারা যারা ইউটিউবে চ্যানেল খুলে ছেন এবং ইউটিউব নিয়ে অনেকদিন যাবত কাজ করতেছেন কিন্তু আপনাদের কিন্তু একটা সমস্যা বারবার হচ্ছে সেটা হচ্ছে যে আপনার চ্যানেল অন্য কেউ যদি সার্চ দেয় অথবা আপনি যদি আপনার ফ্রেন্ডের মোবাইল নিয়ে আপনার চ্যানেল টি সার্চ করেন সে ক্ষেত্রে দেখা যায় আপনার চ্যানেল টি খুজে পাওয়া যায়না।
তো বন্ধুরা এটার সমাধান নিয়ে আজকে আমি আপনাদের বলব কিভাবে আপনি আপনার চ্যানেল খুঁজে পাবেন আপনাদের অন্য ফোন দিও খুঁজে পাবেন। এবং একদম সর্বপ্রথমে থাকবে আপনাদের চ্যানেলটি তার জন্য পুরো পোস্ট একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে থাকুন।
তো বন্ধুরা এটি করার জন্য আমাদের সর্বপ্রথম Chrome browser এ চলে যেতে হবে।
আপনাদের যদি কারো কাছে না থাকে তাহলে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
https://play.google.com/store/apps/details?id=com.android.chrome
ডাউনলোড করার পর ওপেন করে ফেলবেন ওপেন করার পর আপনাদের হোম পেজে নিয়ে চলে আসবে তারপর কি করবেন সেখান থেকে ইউটিউবে চলে যাবেন।
ইউটিউবে যাওয়ার পর আপনি কি করবেন আপনাদের ক্রোম ব্রাউজার টি যদি ডেক্সটপ মোড করা না থাকে তাহলে আপনি ডেক্সটপ মোড করে নিবেন ডেক্সটপ মোড করে নেওয়ার পর তারপর আপনি আপনার চ্যানেলে যাবেন তারপর আপনার চ্যানেল থেকে ইউটিউব স্টুডিও বেটা ভার্সনে চলে যাবেন।
তারপর আপনি কি করবেন একদম নিচে বাম পাশে দেখতে পারবেন তিনটা বাটন আছে সেটিং বাটন আরও ২ টা বাটন আছে ওইখান থেকে আপনাদের সেটিংস বাটনে ক্লিক করতে হবে।
সেটিং বাটনের উপর ক্লিক কর তারপর তারপর সেখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারবেন চ্যানেল নামক একটি অপশন চ্যানেলের ওপর ক্লিক করে দিবেন তারপর সেখান থেকে দেখতে পারবেন এডভান্স সেটিং অপশন আছে অ্যাডভান্স সেটিং এর উপর ক্লিক করে দিবেন এডভান্স সেটিং এ ক্লিক করে দিবেন নিচে দেখতে একটু হালকা নিচে আসবেন নিচে আসার পরে দেখবেন একটা অপশন আছে ওখানে আপনাদের কিছু ট্যাগ বসাতে হবে।
আমি এক্সাম্পেল হিসেবে বলছিঃ আমার চ্যানেলের নাম Technical Atik তাহলে আমাকে দিতে হবে Technical Atik তারপর তারপর আমি আপনাদের একটা কমা দিতে হবে কম দেওয়ার পর আবার লিখবেন Atik Technical তারপর
এইগুলো কমা দিয়ে দিয়ে লেখার পরে(Example: Technical Atik, Atik Technical, Tech Atik, Technical Youtube channel) তারপর নিচে দেখতে পারবেন save বাটন আছে সিম্পল save বাটনের উপর ক্লিক করে এগুলো সেভ করে দিবেন সেভ করে দেওয়ার পর আপনারা এগুলো ১২-২৪ ঘন্টা পর থেকে এগুলো কাজ করা শুরু করবে তারপর আপনাদের চ্যানেল নতুন হোক বা পুরাতন হোক একদম প্রথমে আসবে যদি এইগুলা লিখে সার্চ করা হয়।
তো বন্ধুরা দেখতে পারলেন যে আপনার চ্যানেলের সার্চ দিলে খুঁজে পান না কেন সেই সমাধান।
তো বন্ধুরা আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই আসসালামুয়ালাইকুম