এডমিশন টেষ্ট ভালো নম্বর পাওয়ার জন্য সাধারণ জ্ঞান একটি ফ্যাক্ট তাই এবারের আলোচ্য বিষয় সাধারণ জ্ঞান।
বিগত সালে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা প্রশ্ন দিয়ে শুরু করা যাক।
১।বাঙ্গালী জাতির মুক্তির সনদ হলো- ৬ দফা দাবি
২।শেখ মুজিবুর রহমানের জন্মতারিখ-১৯২০ সালের ১৭ই মার্চ
৩।কোন জেলার সঙ্গে ভারত ও মিয়ানমারের সীমান্ত সংযোগ আছে-রাঙামাটি
৪।কত নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিল না-১০ নং
৫।ঢাকা কত নং সেক্টরের অধীনে ছিল -২নং
৬।বাংলাদেশের ওয়াইফাই সীটি কোনটি? – সিলেট
৭।বাংলাদেশের শস্যভান্ডার বলা হয় – বরিশালকে
৮।উওরাঞ্চলের প্রবেশদ্বার বলা হয় – বগুড়া
৯।দিনাজপুরের পূর্ব নাম – গন্ডয়ানাল্যান্ড
১০।রংপুর কত নং সেক্টরের অধীনে ছিল -৬ং
১১।প্রাচীনতম জনপদ কোনটি- পুণ্ড্রনগর
১২।মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান – সচিব
১৩।ময়নামতি কোথায় – কুমিল্লা
১৪।হরিকেল জনপদের অন্তর্ভুক্ত – সিলেট, চট্টগ্রাম
১৫। কোন অঞ্চলে বৃষ্টিপাত হয় – সিলেট অঞ্চলে
১৬।সর্ব উওরের জনপদ – পঞ্চগড়
১৭।মুজিব নগর কত নং সেক্টরের অধীনে ছিল -৮ নং
১৮। পদ্ম সেতুর দৈর্ঘ্য কত -৬.১৫ কি.মি
১৯।ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় – ১৯২১ সালে
২০।মুক্তবাংলা কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত – ইসলামি বিশ্ববিদ্যালয়
২১।কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীনের বাসা কোথায় – দিনাজপুর
২২।কান্তজীর মন্দির অবস্থিত – দিনাজপু
২৩।সুন্দরবন এর আয়তন -১০০০০বর্গকি.মি
২৪।বাঘ গণনার যন্ত্রের নাম -পাগমার্ক
২৫।বগুড়া কিসের জন্য বিখ্যাত – মশলা
২৬।রংপুর বিভাগের কোন জেলা সীমান্তবর্তী নয় -রংপুর, গাইবান্ধা
২৭।চলনবিল কোথায় অবস্থিত -পাবনা, কুষ্টিয়া
২৮।পশ্চিম অঞ্চলের লাইফলাইন বলা হয় – গড়াই নদীকে
২৯।হাওড় বিষ্টিত এলাকা – সুনামগঞ্জ
৩০।সর্বশেষ বিভাগ – ময়মনসিংহ
৩১।কুমিল্লার পূর্বনাম – রোহিতগীরি
৩২।ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত – মাছ, ধান
৩৩।দেশের একমাএ এরোস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত – লালমনিরহাট
৩৩।দেশের একমাএ রেলকারখানা – সৈয়দপুর,নীলফামারী
৩৩।পদ্মনদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে – চাপাইনবয়াবগঞ্জ
৩৪।সর্বদক্ষিণের অঞ্চল কি – ছেড়া দ্বীপ
৩৫।দেশের একমাএ প্রবাল দ্বীপ – সেন্টমার্টিন দ্বীপ
- দেখা হবে নতুন কোনো পোষ্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ