প্রযুক্তি যত দিন যাচ্ছে, তত উন্নতির অগ্রগতিতে পৌছাচ্ছে।এরই ধারাবাহিকতায় আসছে, কৃত্রিম বুদ্ধিশক্তির বিকাশ (এআই)
প্রযুক্তি যার মাধ্যমে স্মার্টফোনে থাকছে চমৎকার ফিচার, সামনের ক্যামেরাই থাকছে টাইপিং সুবিধা।ব্যবহারকারী ক্যামেরার সামনে আঙ্গুল নড়াচড়া করলে তা বুঝে নিবে এবং টাইপিং করে ফেলবে।
আর জানা যাচ্ছে যে, এরকম সেলফি টাইপের স্মার্টফোন আনছে জনপ্রিয় ব্রান্ড স্যামস্যাং ।আমরা সেই প্রযুক্তি ব্যবহার করে টাইপিং করতে পারব স্মার্টফোন দিয়ে।
সাথে থাকছে কোয়াইরি কি-বোর্ড যার সাহার্যে টাইপিং করা যাবে।
এছাড়া স্যামস্যাং আরো জানিয়েছে যে, সেলফি টাইপ প্রযুক্তি ব্যবহার করার জন্য আলাদা বিশেষ কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হবে না।
এই সেলফিটাইপ প্রযুক্তি স্মার্টফোন,ট্যাবলেট এবং ল্যাপটপে ব্যবহার করা যাবে, সামনের ক্যামেরা দিয়ে।
এমন আরো একটি প্রযুক্তি সি-ল্যাব যা স্যামস্যাং পাবলিশ করেন ২০১২ সালে।
২০২০ এমন অনেক কিছু আনবে স্যামস্যাং।
যেমন, চুল ঝরে যাওয়া কমাতে, আনছে বিকন নামক । যা সূর্যের আলো তৈরি করবে কৃত্রিম ভাবে।
তথ্য সংগ্রহ: নয়া দিগন্ত।
সুত্র: ইউএনবি।