ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ টাইগারদের। এবার শুরু হবে এশিয়া কাপ ক্রিকেটের মিশন। ক্যারিবিয়ান সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ জেতা বাংলাদেশের সামনে এবার এশিয়ার শ্রেষ্ঠ হওয়ার লড়াই।
দুই গ্রুপে ছয় দলের এশিয়া কাপ শুরু হবে ১৫ সেপ্টম্বর। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের অংশ গ্রহণ নিশ্চিত হয়েছে। ষষ্ঠ দলটি বাছাই পর্ব পেরিয়ে আসবে মূল পর্বে।
ওয়ানডে ফরমেটের এশিয়া কাপে গ্রুপ ‘এ’তে মুখোমুখি হবে ভারত, পাকিস্তান ও বাছাইপর্বের চ্যাম্পিয়ন। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান লড়াই করবে।
১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। দুবাইয়ে হবে ম্যাচটি। এশিয়া কাপের সবগুলো ম্যাচ হবে দু’টি ভেন্যু দুবাই ও আবুধাবিতে।
এশিয়া কাপের ফিকশ্চার
তারিখ | ম্যাচ | বাংলাদেশ সময় | ভেন্যু |
১৫ সেপ্টেম্বর, ২০১৮ | বাংলাদেশ-শ্রীলঙ্কা | সকাল ১১টা | দুবাই |
১৬ সেপ্টেম্বর, ২০১৮ | পাকিস্তান-বাছাইপর্ব চ্যাম্পিয়ন | সকাল ১১টা | দুবাই |
১৭ সেপ্টেম্বর, ২০১৮ | আফগানিস্তান-শ্রীলঙ্কা | সকাল ১১টা | আবুধাবি |
১৮ সেপ্টেম্বর, ২০১৮ | ভারত-বাছাইপর্ব চ্যাম্পিয়ন | সকাল ১১টা | দুবাই |
১৯ সেপ্টেম্বর, ২০১৮ | ভারত-পাকিস্তান | সকাল ১১টা | দুবাই |
২০ সেপ্টেম্বর, ২০১৮ | বাংলাদেশ-আফগানিস্তান | সকাল ১১টা | আবুধাবি |
২১ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার আপ | সকাল ১১টা | দুবাই |
২১ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার আপ | সকাল ১১টা | আবুধাবি |
২৩ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার আপ | সকাল ১১টা | দুবাই |
২৩ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার আপ | সকাল ১১টা | আবুধাবি |
২৫ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন | সকাল ১১টা | দুবাই |
২৬ সেপ্টেম্বর, ২০১৮ | গ্রুপ ‘এ’ রানার আপ-গ্রুপ ‘বি’ রানার আপ | সকাল ১১টা | আবুধাবি |
২৮ সেপ্টেম্বর, ২০১৮ | ফাইনাল | সকাল ১১টা | দুবাই |