আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে 2021 শিক্ষাবর্ষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো। এগুলো আপনারা পড়ে ইনশাআল্লাহ উপকৃত হবেন। প্রশ্নগুলো সম্পূর্ণ বই থেকে বানানো। এই প্রশ্ন গুলো অবশ্যই কাজে লাগবে বলে আমি মনে করি।
★ই-কমার্স এর অপর নাম কি?
-ইমেইল বাণিজ্য
★ই কমার্স ব্যবসা করতে অবশ্যই প্রয়োজনীয় মাধ্যম কোনটি?
ইন্টারনেট
★এম পি এর পূর্ণরূপ কি?
ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম
★এ টিএম এর পূর্ণরূপ কি?
অটোমেটেড টেলার মেশিন
★বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি?
বঙ্গবন্ধু স্যাটেলাইট ১
★টুইটারের ওয়েব এড্রেস কোনটি?
www.twitter.com
★অ্যাপল কম্পিউটার এর প্রতিষ্ঠাতা কে?
স্টিভ জবস রোনাল্ড ওয়েন।
★সিডি এর পূর্ণরূপ কি
কমপ্যাক্ট ডিস্ক
★একটি এন্টিভাইরাসের নাম লিখ।
এভিজি এন্টিভাইরাস সফটওয়্যার
★কি বোর্ডের মোট ফাংশন কী এর সংখ্যা কয়টি?
বারোটি
★ইন্টার কি ধরনের বাটন?
সম্মতি সূচক
★লেখা মুসার জন্য ব্যবহার হয় কিবোর্ডের
কোন বোতামটি
ব্যাকস্পেস
★টাইপ রাইটারে কালির বদলে কি ব্যবহার করা হয়?
রিবন
★লেখালেখির জন্য ব্যবহৃত অফিস প্রোগ্রাম কোনটি?
ওয়ার্ড প্রসেসিং
★সফটওয়্যার ওয়ার্কশীটে একটি সেলে ওয়ার্কশীট এর সর্বোচ্চ কতটি অক্ষর টাইপ করা যায
255
★টাইপরাইটার কি কাজে ব্যবহার করা হয়?
লেখালেখির কাজে
★কোন লেখাকে সর্ব বামে অবস্থানের জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়?
লেফট
★ফন্ট বলা হয় কোনটিকে
লেখালেখির জন্য ব্যবহৃত বিভিন্ন স্টাইলের অক্ষর কে।
★ওপেন অপশনের কাজ কোনটি
পূর্বে সংরক্ষিত ডকুমেন্ট খোলা
★চার্ট আইকনটি কোথায় থাকে
ইলাস্ট্রেশন গ্রুপে
★কোনটির মাধ্যমে ডিজিটাল সংকেত প্রকাশ করা হয়?
ডিজিট
★টুইটার এবং ফেসবুকের মধ্যে মিল কোথায়
এরা উভয়ই সামাজিক যোগাযোগের মাধ্যম
★ফেসবুকের স্বত্বাধিকারী কে?
-মার্ক জুকারবার্গ।
★বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে প্রথম কোন বিজ্ঞানী কে স্বীকৃতি প্রদান করা হয়?
-গুগলিয়েলমো মার্কনি
★স্টিভ জবস এর জন্ম সাল কোনটি?
-1955
★বর্তমান সরকার প্রথমবারের মতো কত সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে?
2021
★ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য কে কি বলা হয়?
ই বাণিজ্য
★ই-সার্ভিস হলো-
ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদান
★ই লার্নিং এর পূর্ণরূপ কি?
ই লার্নিং এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক লার্নিং ই
-কমার্স এর পূর্ণরূপ কি?
ই-কমার্স এর পূর্ণরূপ হল ইলেকট্রনিক কমার্স
টুইটা রের বার্তা কে কি বলা হয়?
টুইট
★ডিজিট শব্দের অর্থ কি?
সংখ্যা
★আইসিটি এর পূর্ণরূপ কি?
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি
মাইক্রো ব্লগিং ওয়েবসাইট কোনটি
টুইটার
প্রথম ইমেইল সিস্টেমচালু করেন কে?
রেমন্ড স্যামুয়েল টমলিনসন
বিল গেটস এর জন্ম সাল কোনটি
1955 উইন্ডোজ অপারেটিং সিস্টেম কোন কোম্পানির তৈরি?
মাইক্রোসফট অ্যাপল
কম্পিউটার কোম্পানি কে চালু করে
স্টিভ জবস
2014 সালের হিসাব অনুসারে বিশ্বের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
119 কোটি
আধুনিক কম্পিউটারের জনক কে
চার্লস ব্যাবেজ
আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম কি
মেইনফ্রেম