আসসালামুয়ালাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন । আজকের টপিকটি সবার জন্যই কম বেশি কাজে আসবে ।
আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করি । এবং এতে অবশ্যই ওয়ালপেপার থাকে ।
প্রতিদিন অসংখ্যবার এই ওয়াল পেপার আমাদের চোখে পড়ে ।
তাই একটি সুন্দর ও মানসম্মত ওয়াল পেপার আমাদের ফোনকে অনেকটা ক্লাসি লুক দেয় । এসব ওয়াল পেপার ডাউনলোড করার জন্য অনেক ধরনের এপ ও ওয়েবসাইট রয়েছে ।যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি । এর মধ্যে বেশি ভালো কিছু এপ ও ওয়েবসাইট সম্পর্কে আজ আপনারা জানতে পারবেন । তো চলুন জেনে নেয়া যাক :
✓গুগল ওয়ালপেপারস-Google Wallpapers :
গুগল পিক্সেল এর সাথে প্রায় ৫ বছর আগে নিজেদের ওয়ালপেপার অ্যাপ প্রকাশ করে গুগল। সময়ের সাথে সাথে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গুগল ওয়ালপেপারস অ্যাপটি। স্যাটেলাইট এর ছবি থেকে শুরু করে স্থাপত্য এর ছবি পর্যন্ত, যেকোনো ধরনের ছবি পেয়ে যাবেন ।
এপ ডাউনলোড লিংক:
লিংক
✓রিস্প্ল্যাশ ওয়াল পেপার -Resplash :
কপিরাইট ফ্রি ছবির ওয়েবসাইট, আনস্প্ল্যাশ এর সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন। সেই ওয়েবসাইট এর ছবিসমুহ দ্বারা তৈরী ওয়ালপেপার লাইব্রেরি হলো রিস্প্ল্যাশ অ্যাপটি। হাতে বাছাই করা প্রায় এক মিলিয়নের অধিক ওয়ালপেপারের সংগ্রহশালা এই অ্যাপটি। এখানে আপনি যা লিখে সার্চ করবেন সে সম্পর্কিত ওয়াল পেপার এসে পরবে ।
এপ ডাউনলোড লিংক:
✓জেজ-Zedge :
ওয়ালপেপার থেকে ফোনের রিং টোন, এমনকি এলার্ম টোন ডাউনলোড করা যাবে অ্যাপটি ব্যবহার করে।
অ্যাপটিতে অসংখ্য ব্যাকগ্রাউন্ড, লাইভ ওয়ালপেপার, স্টিকার, রিংটোন, এলার্ম টোন, ইত্যাদির দেখা মিলবে।
এপ ডাউনলোড লিংক:
আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তী পোস্টে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।