১।
সাগরের তীরে উন্নত শিরে একটি সোনার দেশ,
ছায়াঘন গ্রাম নয়নাভিরাম আমার বাংলাদেশ।
কুল-কুল রবে বহে নদী সবে অথৈ সাগর পানে,
নদীর কিনার হয় ভরপুর মাঝি মাল্লার-গানে।
ফসলের মাঠে কৃষণেরা খাটে আবাদি করে জমি,
কৃষাণ কনেরা ছোট মাছ ধরে বিলের জলেতে নামি।
কলসি কাঁখে গাঁয়ের বধুরা জল ভরি ফেরে বাড়ি,
এক তারা হাতে বাউল নাচে গাঁয়ের মেঠোপথ ধরি।
জোনাকি পোকারা দ্বীপ জ্বালে সেথা আঁধার নামার সাথে,
ঝিঁ-ঝিঁ কনেরা গান গেয়ে যায় অবিরাম সুরে রাতে।
এইতো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ,
গর্বে মোদের বুক ভরে যায় রূপের নেইকো শেষ।
কবি গুরুর সোনার বাংলা রূপসী বাংলা জীবনানন্দের,
কাজী নজরুলের বিদ্রোহী বাংলা পল্লী বাংলা জসীমুদ্দিনের।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর নামে,
পরাধীন বাংলার মুক্তির মান সে নেমে এলো ধরাধামে।
এমনিতর সহস্র মনিষী লভেছে জনম হেতা,
ধন্য হয়েছে দেশের ধূলি ধন্য বঙ্গমাতা।
তটিনীর তটে ফসলের মাঠে সবুজ গালিচা পাতা,
দেশটি যেন পল্লীবধুর একটি নকশিকাঁথা।
হে মোর তীর্থ্ জন্মভূমি আমার বাংলাদেশ,
সবুজ শাড়ি অঙ্গে তোমার রূপের নেইকো শেষ।
এই বাংলায় জন্মেছি আমি ঘুরেছি সুখে-দুঃখে,
মরনের পরে আমি শয্যা রচিবো এই বাংলার বুকে।
এই বাংলা আমার ধাত্রী মাতা জীবন মরনের সাথী,
বিলিয়ে দে-মা আমায় তোর বুকের সুধা আছি আঁচল পাতি।
পাক-পাখালীর কূজন শুনি নিশি প্রভাত হয়,
ফুলে-ফুলে অলি ওড়ে গুণগুণ সুরে গায়।
আপন মনে মন পবনের বৈঠা হাতে চালাই জীবন নাও,
বাংলার রূপ হেরি আমি ঘাটে-ঘাটে ভিড়িয়ে নাও।
জন্ম থেকে দেখেছি তোমার শ্যামলা রূপের ঢল,
ক্ষুধার অন্ন জোগাও তুমি তৃষ্ণা মেটাতে দাও জল।
মরিতে চাহিনা আমি বাংলা মাকে ছেড়ে,
পূনর্জ্ন্ম যদি লভিতে পারি মা আবার আসিবো ফিরে।
২।
সবুজ বনানীর কুন্জ নিকেতন গানে ভরা এই দেশ,
ভোর হতে শুনি পাখির কূজন গানের নেইকো শেষ।
দখিনা মলয়ে ঝাউ বনে শুনি বিরহী পাপিয়ার গান,
সেথা আরো শুনি পঞ্চম রাগে কোকিলের কুঁহুতান।
ফুলে-ফুলে সেথা অলিকুল ওড়ে গুনগুন সুরে গায়,
ঝি-ঝি পোকারা সারারাত ধরি অবিরাম গেয়ে যায়।
কবি-জারি-সারি-পল্লী-ভাটিয়ালী গেঁয়ো বাউলের গানে,
গোঁধূলী সময় মুখরিত হয় বাঁশের বাঁশীর তানে।
কুল-কুল রবে নদী বহে সবে এইতো নদীর গান,
আষাড় –শ্রাবণে মেঘের গানে কেঁপে ওঠে আসমান।
অমরাবতীসম গানের ভূবন আমার বাংলাদেশ,
গানের সাথে প্রকৃতি মাতে গানের নাইকো শেষ।
যেতে মন চাহে না আমার এই গানের ভূবন ছেড়ে,
মরণের পরে পরলোক হতে আবার আসিবো ফিরে,
আমার এই সোনার,গানের বাংলাদেশে।
যুগ-যুগ ধরে রইতে চাই,আর চাইনে যেতে।