বিসমিল্লাহি রহমানের রাহিম
সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব মানুষ
আসসালামুয়ালাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন
আপনারা যাতে ভাল থাকেন এবং সুস্থ থাকেন এটাই আমরা চাই
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা
আজ আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব এই পোষ্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন
কম্পিউটার গেমস আসক্তি থেকে মুক্ত থাকার উপায়সমূহ বিশ্লেষণ
কম্পিউটার গেমস খেলার মাধ্যমে কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে মােটেও ভালাে জ্ঞান তৈরি হয় না , খেলার আনন্দটা হয় মাত্র । কম্পিউটার গেমসে একবার আসক্ত হয়ে যাওয়ার পর সেখান । থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে অনেক বেশি বুদ্ধিমানের কাজ কখনােই আসক্ত না হওয়া । যারা এ ব্যাপারটি জানে না তাদের । পক্ষে আসক্ত হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে । অনেক কষ্ট করে । এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে কোনাে একটা কারণে আবার সেই আসক্তি ফিরে আসতে পারে । যারা কোনাে কারণে কম্পিউটার গেমসে আসক্ত হয়ে যায় তারা যদি সেই আসক্তি থেকে মুক্ত হতে চায় তাহলে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে । তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কী কী তার একটা তালিকা করতে হবে । সেই তালিকায় কম্পিউটার গেমসের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বােঝাতে হবে । তার জীবনের সমস্যাগুলােরও একটা তালিকা করতে হবে । সেই তালিকায় কম্পিউটার গেমসের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বােঝাতে হবে । তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ লেখাপড়া , হােমওয়ার্ক , মাঝে খেলাধুলা , Extra Curriculam Activities , পরিবারের সাথে সময় কাটানাে , স্বেচ্ছাসেবকমূলক কাজে সবকিছুর জন্য সময় ভাগ করে রাখতে হবে । সব কিছু করার পর যদি কোনাে সময় পাওয়া যায় তখনই কম্পিউটারের গেমস খেলা যাবে বলে ঠিক করে নিতে হবে । তবে প্রথমেই ধীরে ধীরে কম্পিউটার গেমসে সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে ।
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আপনারা আশা করি আপনারা সবাই কম্পিউটার গেমস আসক্তি থেকে মুক্ত থাকার উপায়সমূহ বিষয় টা আপনারা সবাই বুঝতে পারছেন
আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন তার হেদায়েতের জন্য
আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি এবং সৎ পথে চলি মানুষের সেবা করি মানুষের উপকার করি
জীবনে সৎ পথে চলুন মানুষের সেবা করুন এবং
মানব জীবনে এগিয়ে যান আল্লাহতালা আমাদের কে ভালো বাসবেন
আজকের পোষ্টটি পড়ে কেমন লাগলো?
যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই ভাল থাকেন সুস্থ থাকেন জীবনে এগিয়ে যান
আল্লাহ হাফেজ